Panchayat Election 2023: Suvendu Adhikari files case in Calcutta high court against Mamata Banerjee

Panchayat Election 2023: আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাই কোর্টে শুভেন্দু

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পরই কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটগ্রহণের ঠিক ৪ দিন আগে ফের হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ অনুষ্ঠানের নামে আদর্শ আচরণ বিধি ভঙ্গ করা হচ্ছে, এমনই অভিযোগ নিয়ে মামলা করেছেন তিনি।

মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ এই মামলা গ্রহণ করেনি। নির্বাচনী বিধি সংক্রান্ত বিষয় হওয়ায় প্রধান বিচারপতির বেঞ্চে যাওয়ার কথা বলেছিলেন তিনি। সেই মতো বুধবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলার দৃষ্টি আকর্ষণ করা হয়। জনস্বার্থ মামলা করার অনুমতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Kalighater Kaku : গারদে স্বামী, হৃদরোগে প্রয়াত ‘কালীঘাটের কাকু’-র স্ত্রী

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে আমজনতার মন বুঝতে নতুন কর্মসূচি চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। গত মাসেজানিয়ে দেন নির্দিষ্ট ফোন নম্বরও। ওই নম্বরে ফোন করে নিজেদের অভিযোগ জানাতে পারেন আমজনতা। নম্বরটি ৯১৩৭০৯১৩৭০। সকাল ১০ টা থেকে সন্ধে ৬টার মধ্যে এই নম্বরে অভিযোগ জানালে দ্রুত সুরাহা করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ‘দিদিকে বল’ কর্মসূচিতে যে ফোন নম্বর ব্যবহার করা হত, এবার মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে সেই একই নম্বর ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক দল যে নম্বর ব্যবহার করছিল, সেটা এখন রাজ্যের নামে কেন ব্যবহার হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু।

অন্যদিকে, জলপাইগুড়ি জেলা পরিষদের ৬ নম্বর আসনের প্রার্থী দীনেশ মজুমদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। টাকা বিলি করার ছবি সামনে আসার পরই বিতর্কের সূত্রপাত। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। তা নিয়েও মামলা করেছেন শুভেন্দু।

আরও পড়ুন: Sayani Ghosh: ‘মা অসুস্থ’, ইডির হাজিরার আগের দিন TMC- র প্রচার থেকে সরে দাঁড়ালেন সায়নী

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest