Partha Chatterjee given jail custody till 5th October by court

Partha Chatterjee: নাকতলার পুজো এবার পার্থবিহীন, ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায়৷ নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ৫ অক্টোবর পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত৷ পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এস পি সিনহা এবং অশোক সাহারও জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক৷

আগামী রবিবার মহালয়া৷ তারপরের সপ্তাহে পুজো৷ ৫ অক্টোবর দশমী৷ ফলে পুজো জেলে বসেই কাটাতে হবে প্রাক্তন মন্ত্রীকে৷ যদিও এদিন পার্থর আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেন৷ আদালতকে জানান, প্রাক্তন মন্ত্রীর বয়স এবং শারীরিক অবস্থার কথা মাথায় রেখে তাঁকে বাড়িতে রাখা হোক৷ পার্থের তরফে আইনজীবী আদালতকে জানান, তাঁর মক্কেলের বয়স ৭০ বছর৷ তিনি দেশ ছেড়ে যাবেন না৷ তাই শারীরিক অবস্থা বিচার করে তাঁকে বাড়িতে রাখা হোক৷ কারণ আরামদায়ক পরিবেশ ছাড়া চিকিৎসায় কাজ হয় না৷

আরও পড়ুন: Dengue: ভয়াবহ ডেং ২ সংক্রমণ মাথাচাড়া দিয়েই কপালে ভাঁজ স্বাস্থ্যকর্মীদের

অন্যদিকে সিবিআইয়ের আইনজীবী পার্থের জেল হেফাজতের আবেদন করেন৷ জানান, পার্থ মামলার তদন্তে সহযোগিতা করছেন না৷ তবে এখনও কিছু ব্যাপারে তদন্ত করে দেখার আছে৷ তাই পার্থকে জেল হেফাজতেই পাঠানো হোক৷ দু’পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক প্রথমে রায় স্থগিত রাখেন৷ তারপর ৫ অক্টোবর পর্যন্ত প্রাক্তন মন্ত্রীকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন৷

তবে সিবিআই-এর আর্জিতে কিছু পদ্ধতিগত ভুল থাকায় এখনই তারা জেলে গিয়ে অভিযুক্তদের জেরা করতে পারবে না৷ জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেতে সিবিআই-কে ফের নতুন করে আবেদন করার নির্দেশ দেন বিচারক৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থদের বিরুদ্ধে সিবিআই নতুন ধারা যোগ করতে চায় বলেও এ দিন আদালতে জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী৷ আদালত থেকেই পার্থ চট্টোপাধ্যায়দের প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়৷

আরও পড়ুন: SSC Scam: ‌‌মা হতে চেয়েছিলেন অর্পিতা!‌ আপত্তি ছিল না পার্থর, ১৭২ পাতার চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest