Partha Chatterjee given jail custody till 5th October by court

Partha Chatterjee: নাকতলার পুজো এবার পার্থবিহীন, ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ

জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায়৷ নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ৫ অক্টোবর পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত৷ পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এস পি সিনহা এবং অশোক সাহারও জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক৷

আগামী রবিবার মহালয়া৷ তারপরের সপ্তাহে পুজো৷ ৫ অক্টোবর দশমী৷ ফলে পুজো জেলে বসেই কাটাতে হবে প্রাক্তন মন্ত্রীকে৷ যদিও এদিন পার্থর আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেন৷ আদালতকে জানান, প্রাক্তন মন্ত্রীর বয়স এবং শারীরিক অবস্থার কথা মাথায় রেখে তাঁকে বাড়িতে রাখা হোক৷ পার্থের তরফে আইনজীবী আদালতকে জানান, তাঁর মক্কেলের বয়স ৭০ বছর৷ তিনি দেশ ছেড়ে যাবেন না৷ তাই শারীরিক অবস্থা বিচার করে তাঁকে বাড়িতে রাখা হোক৷ কারণ আরামদায়ক পরিবেশ ছাড়া চিকিৎসায় কাজ হয় না৷

আরও পড়ুন: Dengue: ভয়াবহ ডেং ২ সংক্রমণ মাথাচাড়া দিয়েই কপালে ভাঁজ স্বাস্থ্যকর্মীদের

অন্যদিকে সিবিআইয়ের আইনজীবী পার্থের জেল হেফাজতের আবেদন করেন৷ জানান, পার্থ মামলার তদন্তে সহযোগিতা করছেন না৷ তবে এখনও কিছু ব্যাপারে তদন্ত করে দেখার আছে৷ তাই পার্থকে জেল হেফাজতেই পাঠানো হোক৷ দু’পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক প্রথমে রায় স্থগিত রাখেন৷ তারপর ৫ অক্টোবর পর্যন্ত প্রাক্তন মন্ত্রীকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন৷

তবে সিবিআই-এর আর্জিতে কিছু পদ্ধতিগত ভুল থাকায় এখনই তারা জেলে গিয়ে অভিযুক্তদের জেরা করতে পারবে না৷ জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেতে সিবিআই-কে ফের নতুন করে আবেদন করার নির্দেশ দেন বিচারক৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থদের বিরুদ্ধে সিবিআই নতুন ধারা যোগ করতে চায় বলেও এ দিন আদালতে জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী৷ আদালত থেকেই পার্থ চট্টোপাধ্যায়দের প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়৷

আরও পড়ুন: SSC Scam: ‌‌মা হতে চেয়েছিলেন অর্পিতা!‌ আপত্তি ছিল না পার্থর, ১৭২ পাতার চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির