Site icon The News Nest

বড় রাস্তা-উড়ালপুল ছাড়া কলকাতার ছোট-মাঝারি পথে চলবে সাইকেল

The News Nest: কলকাতায় কোন কোন ধরণের রাস্তায় সাইকেল চলবে জানিয়ে দিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা।খনও লোকাল ট্রেন, মেট্রো রেল চালু হয়নি। রাস্তায় বাস-অটো-ট্যাক্সি কম। তার থেকেও বড় কথা, করোনা সংক্রমণের ভয়। তাই অনেকেই এখন কর্মস্থলে পৌঁছতে ভরসা রাখছেন সাইকেলের উপরই। 

আনলক ওয়ান-এর প্রথম সপ্তাহেই শহরের রাস্তায় সাইকেলের সংখ্যা অনেকগুণ বেড়েছে। এই অবস্থায় কোন কোন রাস্তায় দুর্ঘটনার সম্ভাবনা কম এবং লোকজন সাইকেল চালাতে পারেন, তা খতিয়ে দেখে কলকাতা পুলিশ-সহ সবক’টি কমিশনারেটকেই নতুন বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন : ঠাকুরপুকুরে পঙ্গু ছেলে ও পঙ্গু স্ত্রীকে সঙ্গে নিয়ে আত্মঘাতী নিঃসহায় বৃদ্ধ!

বিজ্ঞপ্তি জারি করে কলকাতার নগরপাল জানিয়েছেন, শহরের বড় রাস্তা, উড়ালপুলে সাইকেল চালানোর অনুমতি দেওয়া হবে না। তবে, সমস্ত ছোট-মাঝারি রাস্তাতেই চলতে পারবে সাইকেল। এই নিয়ম আপাতত ৩০ জুলাই পর্যন্ত লাগু থাকবে।

এজিসি বোস রোড, ইএম বাইপাস, রাসবিহারি অ্যাভিনিউ, সেন্ট্রাল এভিনিউ, জওহরলাল নেহেরু রোড, রবীন্দ্র সরণি, এমজি রোড, তারাতলা রোড, ডায়মন্ড হারবার রোড, সৈয়দ আমির আলি অ্যাভিনিউর মতো শহরের গুরুত্বপূর্ণ মেইন রাস্তাগুলিতে সাইকেল চালানো যাবে না। এই ধরনের রাস্তা ছাড়া যে কোনও ছোট ও মাঝারি রাস্তায় চালানো যাবে সাইকেল।

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘এখন প্যাসেঞ্জার ট্রেন চলছে না, মেট্রো চলছে না। আমরা পাঁচ হাজার বাস নামিয়েছি। বেসরকারি বাসও নেমেছে। তা হলেও তো মানুষের অসুবিধা হচ্ছে। তাই যে সব ছোট বা মাঝারি রাস্তা, যেগুলো বড় রাস্তার সঙ্গে সংযোগ করে বিভিন্ন জায়গায় যাওয়া যায়, যেখানে সাইকেল চালিয়ে লোকে যেতে পারে, সেটা খতিয়ে দেখে পুলিশকে নোটিফিকেশন দিতে বলা হয়েছে।’ কলকাতা পুলিশের তরফে সেই নোটিফিকেশন জারি হয়ে গেল এদিনই।

কলকাতা সাইকেল সমাজের আহ্বায়ক রঘু জানা এবং সাইকেলপ্রেমীদের আন্তর্জাতিক সংগঠন বাইকস-এর কলকাতার প্রতিনিধি শতঞ্জীব গুপ্ত জানান, লকডাউনের জেরে সাইকেলের বিক্রি দু’-তিন গুণ বেড়েছে।পুলিশের কাছে অবশ্য বড় চ্যালেঞ্জ, বেশি সংখ্যায় সাইকেল রাস্তায় নামার ফলে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা কমানো। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এখন সব রাস্তায় সাইকেল ঢুকে পড়লেও তার বিরুদ্ধে জরিমানার পথে না-হেঁটে আপাতত কিছুটা নরমপন্থী মনোভাব নিয়ে চলছে পুলিশ।

আরও পড়ুন : গেরুয়া জার্সি গায়ে বিজেপির ট্র্যাকে দৌড়াতে নামলেন ‘সোনার মেয়ে’ জ্যোতির্ময়ী

Exit mobile version