করোনা আক্রান্ত কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রাজ্যের সব থেকে বড় করোনা হাসপাতাল সামলানোর দায়িত্ব যাঁর কাঁধে তিনিই হলেন করোনা আক্রান্ত। সংক্রমণ ধরা পড়েছে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ মঞ্জু বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার দুপুরে তাঁর পরীক্ষার ফল পজিটিভ আসে। সন্ধ্যায় তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

করোনা হাসপাতালে ঘোষণার পর থেকেই কলকাতা মেডিক্যাল কলেজে দলে দলে চিকিৎসক আক্রান্ত হয়েছেন। করোনা ধরেছে রাজ্যের মন্ত্রী তথা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির সভাপতি নির্মল মাজিকেও। তিনিও মেডিক্যাল কলেজেই চিকিৎসাধীন। তাঁর পাশের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন মঞ্জুদেবী। মঙ্গলবার নির্মলবাবুই কার্যত মঞ্জুদেবীকে হাসপাতালে ভর্তি করান।

মঞ্জু ছাড়াও মেডিক্যাল কলেজের করোনা ওয়ার্ডের আইসিইউ ও সিসিইউর ১৪ জন চিকিৎসকের দেহে করোনা সংক্রমণ মিলেছে। তাঁদের কোয়ারেন্টাইনে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন : “কে বিমল গুরুং? ওটা ক্লোজড চ্যাপ্টার।” নবান্নে দিদির সামনেই বললেন বিনয় তামাংরা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest