গায়ের জোরে ভাড়া বাড়াচ্ছে ১৩ রুটের বাস, উঠলেই ১০ টাকা, স্টেজ পিছু বাড়বে ৫ টাকা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: ভাড়া নিয়ে জট কাটেনি। ভাড়া বৃদ্ধি নিয়ে বেসরকারি সংগঠনগুলির সঙ্গে আলোচনা চলছে। তবে তাতে এখনও সায় দেয়নি রাজ্য। তার আগেই একতরফা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিলেন কলকাতা এবং সংলগ্ন এলাকার কমপক্ষে ১৩ টি রুটের বেসরকারি বাসের মালিকরা।

গত ১৯ দিন ধরে লাগাতার বেড়েছে ডিজেলের দাম। এই অবস্থায় বাসভাড়া বাড়ানোর দাবি তুলেছে বাস সংগঠনগুলি। কিন্তু এখনও ভাড়া বাড়ানোর পথে হাঁটেনি রাজ্য। তার জেরে সোমবার থেকে রাস্তায় বেসরকারি বাসের সংখ্যা কমেছে। কয়েকটি রুটে বাস বসিয়েও দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ‘আমাদের হিরো’, জর্জিয়ার সর্বোচ্চ সম্মান বাঙালি যুবকের মুকুটে

এই পরিস্থিতিতে বারাসত আরটিওয়ের তরফে বাস মালিকদের যোগাযোগ করা হয়। তাঁদের বাস নামানোর আর্জি জানানো হয়। প্রশ্ন উঠে ডিজেলের দাম বাড়লে যারা ভাড়া বাড়ায়, দাম কমলে কি তারা ভাড়া কমায়? একবার ভাড়া বেড়ে গেলে তা আর কামানো হয় না। যুক্তির বিচারে তেলের দাম বাড়লে ভাড়া বাড়ানো উচিত। কিন্তু সেই যুক্তিতেই তেলের দাম কমলে ভাড়া কম উচিত। এমনটাই মত যাত্রীদের অনেকের।

যে ১৩ টি রুটের বাস মালিকরা একতরফাভাবে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সেই রুটগুলি হল – ৪৫, ৪৫ এ, ৪৫ বি, ৩০ বি, ৩০ বি/১, ৩০ ডি, কেবি-২১, ডিএন ৮, ৯৩, ২২৩,২২১, ২১৯ এবং ২১৯/১। ওই রুটের বাসে উঠলেই ন্যূনতম ১০ টাকা দিতে হবে। তারপর থেকে প্রতি ধাপে পাঁচ টাকা করে ভাড়া বাড়বে। সংশ্লিষ্ট রুটের বাসস্ট্যান্ডে সেই সংক্রান্ত পোস্টার লাগানো হয়েছে।

বিষয়টি নিয়ে পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে, নিজেদের ইচ্ছামতো ভাড়া বৃদ্ধি করতে পারেন না বাস মালিকরা। সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য। যে বাস মালিকরা একতরফা ভাড়া বাড়িয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে জানিয়েছে পরিবহন দফতর।

বাস মালিকদের দাবি, ডিজেলের দাম যেভাবে বেড়েছে, তাতে তাঁদের সামনে আর কোনও পথ খোলা নেই। একইসঙ্গে তাঁদের দাবি, জোর জবরদস্তি করে যাত্রীদের ভাড়া চাওয়া হবে না। বাসে উঠলে যাত্রীদের বর্ধিত ভাড়া দেওয়ার আর্জি জানাবেন। যদিও কোনও সংগঠনের তরফে বাস মালিকদের সিদ্ধান্তে সহমত পোষণ করা হয়নি। তারা সেই বর্ধিত ভাড়ার দায় নেবে না বলে সাফ জানানো হয়েছে।

আরও পড়ুন : রাজ্যে ৩১ জুলাই পর্যন্ত বাড়ল লকডাউন,সর্বদল বৈঠকের পরে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Gmail 5

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest