Site icon The News Nest

R G Kar Hospital: উস্কানিমূলক মন্তব্যের জের, চিকিত্সক সংগঠনের দুই নেতার বিরুদ্ধে এফআইআর

aiims 759

কলকাতার আরজিকর হাসপাতালের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। আন্দোলনরত পড়ুয়া তথা জুনিয়র ডাক্তারদের একাংশ লাগাতার ‘কর্মবিরতি’ চালিয়ে যাওয়ার পাশাপাশি অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অনড় রয়েছে। ফলে সমস্যা চট করে সমাধানের পথে হাঁটার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না।

বরঞ্চ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে হাসপাতালের স্বাভাবিক কাজকর্ম ও রোগীদের চিকিৎসাও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রোগীর পরিজনদের। এমনকি দ্রুত হারে কমছে রোগীদের ভর্তির সংখ্যাও। সমস্যা মেটাতে এদিন দুপুরে শহরের মোহিত মঞ্চে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে বৈঠকে বসে ৫ সদস্যের মেন্টর গ্রুপ। ৪ জন বিধায়ক ও এক সাংসদকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। কিন্তু সেখান থেকেও কোনও সমাধান সূত্র বার হয়নি বলেই আন্দোলনরত পড়ুয়াদের তরফে জানা গিয়েছে।

ইন্টার্নদের আন্দোলনের অক্সিজেন জোগান বন্ধ করতে এবার কড়া পদক্ষেপ স্বাস্থ্যভবনের। চিকিত্সক সংগঠনের দুই নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুণ্যব্রত গুণ ও কৌশিক চাকির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। রবিবার সাধারণ সভায় অক্সিজেন উস্কানিমূলক মন্তব্যের জেরে এই এফআইআর।

আর জি করের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা। এই পরিস্থিতিতে হাসপাতালে পরিষেবা স্বাভাবিক করতে কী কী পদক্ষেপ করতে পারে স্বাস্থ্য ভবন।

স্বাস্থ্য ভবন যে পদক্ষেপগুলি করতে পারে

অতিমারির সময়ে হবু চিকিৎসকদের কর্মবিরতি বেআইনি, সে কথা জানিয়ে আদালতে যেতে পারে রাজ্য সরকার।
এসএসকেএমে নার্সদের আন্দোলন তুলতে এই ভাবে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল।

PGT-দের ডিউটিতে থাকা নিশ্চিত করতে বিভাগীয় প্রধানদের নির্দেশ দিতে পারেন কর্তৃপক্ষ।

ডিউটিতে না থাকলে হতে পারে শো-কজ নোটিস জারি।

ইন্টার্নদের স্থায়ী রেজিস্ট্রেশন পাওয়া নিয়ে সমস্যা তৈরি করতে পারে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল।

ডিউটিতে অনুপস্থিতি নিয়ে ভিজিল্যান্সের সম্ভাবনা রয়েছে।

ছাত্রদের সভায় উপস্থিত চিকিৎসকদের ভূমিকাও স্বাস্থ্য ভবনের আতস কাচের তলায়।

তবে আন্দোলনের নেপথ্যে আরও একটি বিষয় রয়েছে। শুধুই কি দাবিদাওয়া? নাকি, শাসকদলের দুই নেতার মধ্যে আর জি কর দখলের লড়াই। আর জি করে ছাত্র বিক্ষোভে কি তৃণমূলের অভ্যন্তরীণ টানাপড়েন প্রভাব ফেলছে? সূত্রের খবর, একসময়ে আর জি করের শেষ কথা শান্তনু সেনের আধিপত্যে প্রভাব বিস্তার করছেন সদ্য বেলগাছিয়ার বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে আসা অতীন ঘোষ। আর তাতেই পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে হাসপাতালের আনাচেকানাচে।

Exit mobile version