Site icon The News Nest

ফের দুর্ঘটনা মা উড়ালপুলে! পিলারে ধাক্কা মারল বেপরোয়া বাস, আহত ১১ যাত্রী

accident

শহরে ফের বাস দুর্ঘটনা৷ বুধবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে মা উড়ালপুলের নীচে দুর্ঘটনার কবলে পড়ে কেবি-২১ নম্বর রুটের একটি বাস৷ দুর্ঘটনার সময় বাসে যাত্রীরা ছিলেন৷ ঘটনায় তাঁরা আহত হয়েছেন৷ সকলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে৷

স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে কেবি-২১ নম্বর রুটের বাসটি মা উড়ালপুলের নীচ দিয়ে যাচ্ছিল৷ হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের একটি পিলারে জোরে ধাক্কা মারে৷ তাতে বাসের ভেতর থাকা যাত্রীরা ছিটকে পড়েন৷ পিলারের ধাক্কায় বাসের সামনের অংশটি মুচড়ে যায়৷

আরও পড়ুন : দিল্লি গিয়েই সংসদ ভবনে মোদীর সঙ্গে বৈঠকে ধনখড়

দুর্ঘটনার পরই বাসের যাত্রীদের বাঁচাতে এগিয়ে আসেন স্থানীয়রা৷ ঘটনায় মোট ১১ জন যাত্রী আহত হয়েছেন৷ তাঁদের নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে৷ এদিকে দুর্ঘটনার পর থেকেই পলাতক বাস চালক ও কন্ডাক্টর৷ পুলিশ তদন্তে নেমেছে৷দুর্ঘটনার পরই বাসের যাত্রীদের বাঁচাতে এগিয়ে আসেন স্থানীয়রা৷ ঘটনায় মোট ১১ জন যাত্রী আহত হয়েছেন৷ তাঁদের নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে৷ এদিকে দুর্ঘটনার পর থেকেই পলাতক বাস চালক ও কন্ডাক্টর৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন প্রগতি ময়দান থানার পুলিশকর্মীরা। বাসটিকে সরানোর ব্যবস্থা করা হয়। আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর অন্য বাসে তুলে দেন পুলিশকর্মীরা। এদিনের দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাসের চালককে। কেন তিনি দ্রুতগতিতে বাস চালাচ্ছিলেন তা খুঁজে বার করার চেষ্টা করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন : Kishmish: সামনে এল ‘কিশমিশ’র পোস্টার, চার ধরনের লুকে ধরা দিলেন দেব

Exit mobile version