লালবাজারের দোরগোড়া পর্যন্ত আন্দেলনকারীদের মিছিল করে যাওয়ার অনুমতি দিল পুলিশ। আন্দোলনরত চিকিৎসকদের দাবি ছিল বিবি গাঙ্গুলি স্ট্রিট ও বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থল পর্যন্ত তাঁদের এগোতে দেওয়া হোক। ‘আমরা করব জয়…’,ব্যারিকেডের সামনে সমস্বরে গান গাইছেন আন্দোলনকারীরা।
দুপুর দু’টো নাগাদ ফিয়ার্স লেনের আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে ফের এক দফা কথা বলল পুলিশ। এ বার কলকাতা পুলিশের জয়েন্ট সিপি রূপেশ কুমার কথা বলতে আসেন কিঞ্জল নন্দ-সহ চিকিৎসকদের প্রতিনিধিদলের সঙ্গে। ব্যারিকেড সরিয়ে দিলে কতদূর এগোবেন চিকিৎসকরা, তারপর কী করবেন, সে বিষয়ে জানতে চান জয়েন্ট সিপি।
সোমবার রাতে এক বার আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিল পুলিশ। কিন্তু সমাধান হয়নি। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ ফের একবার অবস্থানরত চিকিৎসকদের সঙ্গে কথা বলতে আসেন অ্যাডিশনাল পুলিশ কমিশনার সন্তোষ পাণ্ডে। চিকিৎসক কিঞ্জল নন্দ-সহ বাকি প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন তিনি। অনুরোধ করেন রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, একটি প্রতিনিধি দল যাতে সেখান থেকেই স্মারকলিপি লালবাজারে জমা দিয়ে আসে, সে কথাও বলেন অ্যাডিশনাল পুলিশ কমিশনার।