Road Accident at saltlake, died one -injured three

Road Accident: সল্টলেকে ভয়াবহ পথদুর্ঘটনা, মাথা থেঁতলে মৃত্যু যুবকের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভয়াবহ পথদুর্ঘটনা (Road Accident) মৃত্যু হল এক যুবকের। সোমবার রাতে সল্টলেকে একটি চার চাকার গাড়ি উল্টো গিয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এক জনের মৃত্যুর পাশাপাশি জখম হয়েছেন আরও ৪ জন।

পুলিশ জানিয়েছে, একটি প্রাইভেট গাড়ি টেকনোপলিস থেকে চিংড়িহাটার দিকে যাচ্ছিল। বেপরোয়া গতিতে ছুটছিল গাড়িটি। নিউটাউন বক্স ব্রিজের কাছে এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। প্রত্য়ক্ষদর্শীরা বলছেন, গাড়িটি এতটাই তীব্র গতিতে আসছিল যে সেটি বেসামাল হয়ে একটি লেন থেকে অন্য লেনে চলে আসে এবং পুরো উল্টে যায়।

আরও পড়ুন: Presidency University: জেদ ছাড়ল তৃণমূল ছাত্র পরিষদ! প্রেসিডেন্সির বাইরেই সরস্বতী পুজো

গাড়ির স্টিয়ারিং ছিলেন তানিশ নামের এক যুবক। পিছনের সিটে বসেছিলেন সাবির, অংশ আগরওয়াল, ওম সাহা। পুলিশ জানিয়েছে, সামনের সিটে ছিলেন রাজবীর। রাত পৌনে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। বিধাননগর ট্রাফিক পুলিশ ও ইলেকট্রনিক্স কমপ্লেক্সের পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রাজবীরকে বাঁচানো যায়নি।

মানস কুমার জানা নামে এক প্রত্যক্ষদর্শী বলছেন, আচমকা প্রচণ্ড আওয়াজ হয়। তাঁরা ছুটে এসে দেখেন একটা গাড়ি উল্টে গেছে, ধোঁয়া বের হচ্ছে। স্থানীয়রাই গাড়ির ভেতর থেকে যুবকদের বের করেন। রাজবীরের চোট ছিল গুরুতর। রক্তে ভাসছিল গা। প্রাথমিকভাবে দেহটি রাস্তায় শুইয়ে বন্ধুরাই হার্ট পাম্পের চেষ্টা করেন। এরপরই একটি চারচাকার গাড়িতে ওই যুবক-সহ বাকিদের নিয়ে হাসপাতালের পথে রওনা দেয় পুলিশ।   তবে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও রাজবীরকে বাঁচানো যায়নি। ইতিমধ্যেই ওই যুবকের বন্ধুদের সঙ্গে কথা বলেছে পুলিশ। পরিবারের তরফে কোনওরকম অভিযোগ দায়ের হলেও তাও গুরুত্ব দিয়েই দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর। ওই যুবকরা কোথায় যাচ্ছিলেন, কোথা থেকে ফিরছিলেন, কী অবস্থায় ছিলেন সবকিছুই খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: SSC Scam: কী ভাবে তদন্ত করবেন রোজ রোজ বলে দিতে হবে? CBI-কে চরম ভর্ৎসনা হাইকোর্টের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest