sandhya mukherjee cremated at keoratala

Sandhya Mukherjee Last Rites: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য, সুরলোকে সন্ধ্যা মুখোপাধ্যায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

গান স্যালুটে চিরবিদায় জানানো হল কিংবদন্তি সন্ধ্যা মুখোপাধ্যায়কে (Sandhya Mukherjee)। চোখের জলে কিংবদন্তি সংগীতশিল্পীকে বিদায় জানালেন অনুরাগীরা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

রবীন্দ্র সদন থেকে বিকেল ৫টার কিছু আগেই শববাহী শকট রওনা দেয় কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশে। রবীন্দ্র সদন থেকে কেওড়াতলা মহাশ্মশান পর্যন্ত পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী সহ সকলেই। এরপর সেখানে গান স্যালুটে বিদায় জানানো হয় গীতশ্রীকে। এরপরই পঞ্চভূতে বিলীন হয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের নশ্বর দেহ।

মঙ্গলবার সন্ধ্যায় জীবনাবসান হয় ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukherjee)। তাঁর অগণিত অনরাগীদের শ্রদ্ধা জানানোর জন্য রাজ্য সরকারের তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশেই ‘গীতশ্রী’র মরদেহ বুধবার শায়িত রাখা হয় রবীন্দ্র সদনে। বেলা ১২টা থেকে ৫টা পর্যন্ত সেখানে শ্রদ্ধাজ্ঞাপনের সুযোগ পান অসংখ্য ভক্তরা। নিজের রাজনৈতিক কর্মসূচি কাটছাঁট করে উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরে আসেন মুখ্যমন্ত্রী। ফিরেই তিনি সোজা পৌঁছে যান রবীন্দ্র সদনে। সেখানে ‘গীতশ্রী’কে শ্রদ্ধাজ্ঞাপন করেন মমতা।

আরও পড়ুন: বুধবার সন্ধ্যায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য গীতশ্রীর, সফর কাঁটছাট করে ফিরছেন মমতা

বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন প্রবীণ সংগীতশিল্পী। এর মধ্যেই পড়ে গিয়েছিলেন বাড়িতে। ফিমার বোন ভেঙে গিয়েছিল তাঁর। গত ২৭ জানুয়ারি নবতিপর শিল্পীকে গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএম হাসপাতালে। সেখানে কোভিড (COVID-19) রিপোর্ট পজিটিভ আসায় দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে।

মাঝে গীতশ্রীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। সেই কারণেই তাঁর ফিমার বোনের অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। অস্ত্রোপচার সফলও হয়েছিল। কিন্তু মঙ্গলবার অ্যাপোলো হাসপাতালের (Apollo Hospital) তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, গীতশ্রীর শারীরিক পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। তাঁর রক্তচাপ কমে যায়। যে কারণে ভেসোপ্রেসার সাপোর্টে রাখা হয়েছিল কিংবদন্তি সংগীতশিল্পীকে। তবে শেষরক্ষা হয়নি।

আরও পড়ুন: শেষযাত্রায় ‘গীতশ্রী’ সন্ধ্যা, শোকমিছিলে মুখ্যমন্ত্রী মমতা, পথে উপচে পড়া ভিড়

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest