She was shot at Nandigram, alleges Mamata Banerjee inside the assembly

Mamata Banerjee: নন্দীগ্রামে আমাকে খুনের চেষ্টা করা হয়েছিল, অভিযোগ মুখ্যমন্ত্রীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নন্দীগ্রামে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল বলে সরাসরি রাজ্য বিধানসভায় তাঁর ভাষণে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! বুধবার রাজ্যপালের ভাষণের উপর বলতে উঠে মমতা বলেন, ‘‘আমাকে প্রচার করতে দেওয়া হয়নি। আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত চালানো হয়েছিল!’’

বিধানসভায় রাজ্যপালের ভাষণে বাধা দেওয়ার অভিযোগে দুই বিজেপি বিধায়ককে বাজেট অধিবেশন অবধি সাসপেন্ড করা হয়েছে। এরপর মমতা ভাষণ শুরু করতেই ফের হইহট্টগোল শুরু হয়। বিরক্ত মমতা রীতিমতো আক্রমণ করেছেন বিজেপিকে। এরপরই রাজ্য বিধানসভায় নিজের ভাষণে মমতা অভিযোগ করেন, নন্দীগ্রামে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে দাঁড়িয়েছিলেন মমতা। বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে অল্পের ব্যবধানে হেরে যান তিনি। মমতা এদিন বলেছেন, ‘‌আমাকে নন্দীগ্রামে প্রচার পর্যন্ত করতে দেওয়া হয়নি।’‌ মমতার দাবি, নন্দীগ্রামে তাঁকে হারাতে অ্যাডডাস্টমেন্ট করা হয়েছিল। যদিও মমতা এবিষয়ে পুরোপুরি খোলসা করেননি। শুধু বলেছেন, ‘‌ষড়যন্ত্রকারীদের উচিত রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাওয়া।’‌

আরও পড়ুন: RG Kar : আরজিকর হাসপাতালে হদিশ মিলল চমকে দেওয়া গুপ্তধন!

প্রসঙ্গত, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে মাত্রই ১,৯৫৬ ভোটে পরাজিত হন মমতা। যে ফলাফল নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে তৃণমূল। গত বছর অক্টোবরে মুখ্যমন্ত্রী নিজের পুরনো কেন্দ্র ভবানীপুর থেকে জিতে বিধায়ক হয়ে সাংবিধানিক শর্ত পূরণ করেছেন। কিন্তু তাতেও থেমে নেই নন্দীগ্রামের ফলাফল-বির্তক। বুধবার সেই বির্তকই আরও একবার ফিরে এল বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তৃতায়।

মুখ্যমন্ত্রীর অভিযোগের সময় বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে ওই বিষয়ে কোনও মন্তব্য বা প্রতিবাদ করা হয়নি। তবে পরে সভাকক্ষের বাইরে ওই অভিযোগের জবাব দেন বিরোধী দলনেতা শুভেন্দু। তিনি বলেন, ‘‘আসলে নন্দীগ্রামে হারের যন্ত্রণা মুখ্যমন্ত্রী ভুলতে পারছেন না! তাই বার বার সেই যন্ত্রণা থেকেই এই কথা বলে যাচ্ছেন।’’ বিরোধী দলনেতার আরও বক্তব্য, ‘‘এই মুখ্যমন্ত্রীকে শুনতে হয়েছে, তিনি নন-বিধায়ক মুখ্যমন্ত্রী। সেই কষ্ট থেকেই বার বার এ কথা বলছেন। যদি নন্দীগ্রাম নিয়ে ওঁর কোন অভিযোগ থাকে আর কেউ ষড়যন্ত্র করে থাকে, তা হলে তিনি তাঁর প্রশাসনকে দিয়েই তার তদন্ত করে দেখান!’’

আরও পড়ুন: Budget Session: বিধানসভায় রাজ্যপালের ভাষণে বাধা দেওয়ার ‘শাস্তি’, নির্বাসিত ২ বিজেপি বিধায়ক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest