Snake inside the passenger plane! there was intense excitement at the Dum Dum airport

যাত্রীবাহী বিমানের ভিতরে সাপ! দমদম বিমানবন্দরে ছড়াল তীব্র চাঞ্চল্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কে জানত যাত্রীবাহী বিমানে ঘাপটি মেরে রয়েছে সাপ! ওড়ার আগেই অবশ্য তা নজরে আসে।ফলে রোমহর্ষক এই ঘটনা চোখে পড়ায় বড় বিপদ থেকে রক্ষা পেলেন কলকাতা থেকে মুম্বইগামী বিমানের যাত্রীরা। যদিও ততক্ষণে আতঙ্ক যা ছড়ানোর ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সন্ধেবেলা দমদম বিমানবন্দরের (Dum Dum Airport) ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পরে অন্য বিমানে যাত্রীদের মুম্বই পাঠানো হয়েছে বলে খবর। Snakes on a plane ছবিটি নিশ্চয় অনেকে দেখেছেন। এটি হলিউডের একটি সাসপেন্স ছবি। এদিনের বিমানের আতংক ছিল হুবহু সেই ছবির মত।

বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৭টার ঘটনা। ইন্ডিগোর (Indigo) একটি বিমান মধ্যপ্রদেশের রায়পুর থেকে যাত্রী নিয়ে নেমেছিল দমদম বিমানবন্দরে। এরপর তা যাওয়ার কথা ছিল মুম্বই। সেইমতো যাত্রীরাও সকলে বিমানে উঠেছিলেন। কিন্তু বিমানের কার্গো (Cargo) বিভাগ অর্থাৎ জিনিসপত্র রাখার যে কক্ষ, তার সামনেই দেখা যায় একটি সাপ (Snake)। বিমানকর্মীরা সেখানে কাজ করতে গিয়ে সাপটিকে দেখেন। বিমানবন্দর কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। বিমানবন্দরের তরফে আবার বনদপ্তরে খবর পাঠানো হয়। ঘণ্টাখানেকের মধ্যে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান বনদপ্তরের কর্মীরা। কিন্তু ততক্ষণে যাত্রীমহলে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে টুইটার যুক্ত নয়, FIR করেনি সরকার, জানিয়ে দিল কেন্দ্র

সাপটি কোন ধরনের, তা এখনও জানা যায়নি। কী অবস্থায়, কীভাবে সাপটি বিমানের কার্গো কক্ষের সামনে এল, এসব প্রশ্নের উত্তরও অধরা। সাপটিকে উদ্ধার করার পর নিয়ম মেনে বিমানটি সম্পূর্ণ স্যানিটাইজ করা হয়েছে। ঝুঁকি না নিয়ে বিমানের সব যাত্রীকে নামিয়ে অন্য বিমানে মুম্বই পাঠানো হয়েছে বলে খবর। তবে সাপটি বিমানের মধ্যে কোথা থেকে এল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। সাধারণত কোনও বিমান আসা যাওয়ার সময়ে নিরাপত্তার স্বার্থে খুঁটিয়ে তল্লাশি চলে। কিন্তু ইন্ডিগোর এই বিমানটি রায়পুর থেকে ওড়ার আগে এবং কলকাতায় অবতরণের পর সাপটি কারও নজরে এল না কেন? এই প্রশ্ন উঠছে। সেইসঙ্গে বিমানে যাত্রী নিরাপত্তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

আরও পড়ুন: India vs Great Britain: ৩-৪ গোলে হেরে মেয়েদের হকির ব্রোঞ্জ পদক হাতছাড়া রানিদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest