SONIA GANDHI WILL DECIDE IF CONGRESS GIVE CANDIDATE IN BHABANIPUR OR NOT

ভবানীপুরে কি প্রার্থী দেবে কংগ্রেস? সোনিয়ার কোর্টেই বল ঠেলল প্রদেশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সামশেরগঞ্জে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিলেও ভবানীপুর নিয়ে ধীরে চলো নীতি প্রদেশ কংগ্রেসের৷ পুরো বিষয়টাই সোনিয়া-রাহুলদের জন্য ছেড়ে রাখল প্রদেশ৷ সোমবার প্রদেশ সভাপতি অধীররঞ্জন চৌধুরী স্পষ্ট জানালেন, দলের সিংহভাগ নেতা ভবানীপুরে প্রার্থী দেওয়ার বিষয়ে সম্মত থাকলেও জনাকয়েক শীর্ষ স্থানীয় নেতা আপত্তি তুলেছেন৷ আর তাই পুরো বিষয়টা দিল্লির সিদ্ধান্তের উপরেই ছেড়ে রাখা হচ্ছে৷

৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপ-নির্বাচনের পাশাপাশি সমশেরগঞ্জ এবং জঙ্গিপুরে নির্বাচন রয়েছে৷ সমশেরগঞ্জে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস৷ কিন্তু, ভবানীপুরের বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি প্রদেশ৷ অধীর চৌধুরীর বক্তব্য, ‘বামেদের সঙ্গে জোট বজায় রেখে চলতে চায় তারা৷ বিভিন্ন কেন্দ্রে প্রার্থী দেওয়া নিয়ে আলোচনাও হচ্ছে৷ সমশেরগঞ্জে কংগ্রেস প্রার্থী দেবে না বলেও সিদ্ধান্ত হয়েছে৷’ এরপরই অধীরের সংযোজন, ভবানীপুরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এআইসিসি৷

বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনটি সংযুক্ত মোর্চার তরফে কংগ্রেসকেই ছাড়া হয়েছিল৷ তাই উপনির্বাচনেও প্রার্থী দেওয়ার বিষয়ে কংগ্রেসকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে৷ বেশ কিছুদিন আগেই ভবানীপুরে প্রার্থী না দেওয়ার বিষয়ে সওয়াল করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷ শেষ পর্যন্ত ভবানীপুরে প্রার্থী দেওয়া হবে কি না, তা নিয়ে আজ প্রদেশ কংগ্রেসের বৈঠক রয়েছে৷ সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷ শেষ পর্যন্ত কংগ্রেস যদি ভবানীপুরে কংগ্রেস যদি প্রার্থী না দেয়, তবেই প্রার্থী দেবে বামফ্রন্ট৷ কিন্তু বামফ্রন্টের তরফে কোন দল প্রার্থী তা নিয়েই তৈরি হয়েছে টানাপোড়েন৷

আরও পড়ুন: তৃণমূলের বিরুদ্ধে BJP-র অস্ত্র ‘পাচার’! গ্রেফতারের হুঁশিয়ারি বিপ্লব দেবের

কংগ্রেস ভবানীপুরে প্রার্থী না দিলে প্রার্থী দেওয়ার প্রস্তুতি সেরে রেখেছে সিপিএম৷ কিন্তু বাম শরিক ফরওয়ার্ড ব্লকও এই আসনটি দাবি করছে৷ দুই বাম শরিকের মধ্যে জট কাটাতে আগামিকাল, মঙ্গলবার বামফ্রন্টের বৈঠক ডাকা হয়েছে৷তবে একটি বিষয় মোটামুটি নিশ্চিত, কংগ্রেস বা বামফ্রন্ট যারাই ভবানীপুরে প্রার্থী দিক না কেন, সংযুক্ত মোর্চার নামেই তিনি লড়াই করবেন৷ কারণ বিধানসভা নির্বাচনে চূড়ান্ত বিপর্যয়ের পরেও এখনও পর্যন্ত সরকারি ভাবে সংযুক্ত মোর্চা ভেঙে কোনও দলই বেরিয়ে যায়নি৷

আরও পড়ুন: বচসার জেরে কুকুরের বেল্ট দিয়ে শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করল স্বামী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest