বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা, বাজার এল ‘ইমিউনিটি সন্দেশ’, টেস্ট করে দেখবেন নাকি…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: করোনার থাবা থেকে যে মানব সভ্যতার সহজে মুক্তি নেই তা হাড়ে হাড়ে টের পেয়ে গেছে সকলে। তাই এই মরণ ভাইরাসকে রুখতে গেলে আপাতত ভরসা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়ানো। এই ইমিউনিটি বাড়ানোর জন্য এবার বাজার মাতাতে এসে গেছে বিশেষ ‘ইমিউনিটি সন্দেশ’। প্রস্তুতকারকের দাবি, এই মিষ্টি সন্দেশ খেলেই নাকি বাড়বে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা।

ইতিমধ্যেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষজ্ঞরা বিভিন্ন ধরণের টিপস দিয়ে আসছেন। হোমিওপ্যাথিক চিকিৎসকেরাও আবার বিভিন্ন ওষুধের নাম বাতলে দিচ্ছেন করোনা রুখতে। আর তার মধ্যেই মধ্য কলকাতার একটি মিষ্টি প্রস্তুতকারক সংস্থা নিয়ে এল এই সন্দেশ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে তুলসী, হলুদ, যষ্টিমধু, গলঙ্গল, কালন্জি, পিপলি, তেজপাতা, জাফরান সহ মোট ১১টি ভেষজ উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই বিশেষ সন্দেশ। এছাড়াও একধরণের বিশেষ মধু ব্যবহার করা হয়েছে মিষ্টি স্বাদ আনার জন্য। যদিও এই বিশেষ ‘ইমিউনিটি সন্দেশ’ এখনও পর্যন্ত বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষিত নয়।

আরও পড়ুন:

Immunity Sweet 01 1

আরও পড়ুন:

Gmail 3
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest