Site icon The News Nest

SSC Scam: একা বনি নন, ইডি-র নজরে টলিউডের আরও চার অভিনেত্রী! যে কোনও দিন তলব

bonny

একা বনি সেনগুপ্ত নন, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি-র নজরে টলিউডের আরও অন্তত পাঁচ জন অভিনেতা অভিনেত্রী। এদের প্রত্যেকের অ্যাকাউন্টেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের কাছ থেকে টাকা গিয়েছিল বলে ইডি সূত্রে খবর৷ অন্তত ৭৫টি অ্যাকাউন্ট থেকে এই টাকা পাঠানো হয়েছে বলে জানতে পেরেছেন ইডি-র তদন্তকারীরা৷ এই অভিনেতা অভিনেত্রীদেরও ইডি খুব শিগগিরই তলব করা হবে বলে ইডি সূত্রে খবর৷

একা বনি নন, তাঁর বান্ধবী এবং অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের নামও উঠে এসেছে এই বিতর্কে৷ কারণ কুন্তলের সূত্রেই দক্ষিণ কলকাতার একটি পার্লারের মালিক সোমা চক্রবর্তীর নাম পেয়েছিল ইডি৷ কুন্তলের থেকে ৫০ লক্ষ টাকা গিয়েছিল কুন্তলের অ্যাকাউন্টে৷ সোমা চক্রবর্তী নামে ওই মহিলার অবশ্য দাবি, তিনি কুন্তলের থেকে ওই টাকা ধার হিসেবে নিয়েছিলেন৷ জানা গিয়েছে, এই সোমা চক্রবর্তীর নেল আর্ট পার্লারেরই উদ্বোধনে গিয়েছিলেন কৌশানী৷ অভিনেত্রী অবশ্য দাবি করেছেন, পেশাদার শিল্পী হিসেবেই টাকার বিনিময়ে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি৷ পার্লারের হয়ে একটি ফটোশ্যুটও করেন তিনি৷

আরও পড়ুন: Language Controversy: আচমকা ‘ভাষা মৌলবাদী’ শিল্পী শুভাপ্রসন্ন, পানি-দাওয়াত শব্দে আপত্তি, বিরক্তি প্রকাশ মমতার

যে চার অভিনেত্রী নিয়োগ দুর্নীতিকাণ্ডে আপাতত ইডির ‘নজরে’ রয়েছেন, আনুষ্ঠানিক ভাবে তাঁদের নাম প্রকাশ করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে তাঁদের মধ্যে একজন টালিগঞ্জের প্রথমসারির নায়িকা বলে জানা গিয়েছে। একাধিক জনপ্রিয় বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছেন তিনি। আর এক অভিনেত্রী কুন্তলের সংস্থার তৈরি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছেন। তৃতীয়জন রাজনীতির সঙ্গেও যুক্ত। কুন্তলের সঙ্গেও যোগাযোগ আছে বলে ইডি সূত্রে খবর।

ইডির গোয়েন্দারা কুন্তলের নথিতে বনির নাম পেয়েছেন বলেই তাঁকে তলব করেছেন। কিন্তু কুন্তলের সঙ্গে ওই চার অভিনেত্রীর সরাসরি কোনও যোগাযোগ বা আর্থিক লেনদেনের প্রমাণ এখনও মেলেনি। তাই ইডি আপাতত তাঁদের সম্পর্কে খোঁজখবর চালাচ্ছে। এখনই তাঁদের ডেকে পাঠানো হচ্ছে না। তেমন প্রয়োজন হলে অবশ্য তাঁদেরও নোটিস পাঠানো হবে।

আরও পড়ুন: Mamata Banerjee: বাঙালির পাতে পোস্তর বড়া ফেরাতে চান মমতা, পোস্ত চাষের অনুমতি চেয়েও তোপ বিজেপিকে

 

Exit mobile version