Students are banned, how is Modi going to America with Covacin? Question Mamata

ছাত্ররা নিষিদ্ধ, কোভ্যাকসিন নিয়ে মোদি কীভাবে আমেরিকা যাচ্ছেন ? প্রশ্ন মমতার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কোভ্যাকসিন (Covaxin) বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনপ্রাপ্ত নয় ৷ সে জন্য ছাত্র-ব্যবসায়ী-শিল্পপতি-সহ অনেকেই বিদেশে যেতে পারছেন না ৷ সেখানে প্রধানমন্ত্রী কীভাবে কোভ্যাকসিন নিয়েও আমেরিকা সফরে যাচ্ছেন ৷ নরেন্দ্র মোদির (PM Narendra Modi) দিকে এই প্রশ্নই ছুঁড়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তাঁর দাবি, জনতাকে এই প্রশ্নের জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকে ৷ শুধু কোভ্য়াকসিনই নয়, কোভিশিল্ড নিয়েও ভারতীয়দের সফরের অনুমতি দিচ্ছে না অনেক দেশ ৷ দিল্লি কেন এ বিষয়ে নীরব, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷

ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়া আছে৷ অথচ বহু ভারতীয় বিদেশে যেতে পারছেন না৷ বিশেষ করে যাঁরা কোভ্যাক্সিন নিয়েছেন তাঁরা সমস্যায় ভুগছেন বেশি৷ কেননা এই ভ্যাকসিনকে স্বীকৃতি দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ তাই বিপাকে পড়েন বাইরে পড়াশোনা করতে যাওয়া ছাত্র-ছাত্রী থেকে শুরু করে ব্যবসায়ীরা৷ তাঁদের স্বার্থে আগেও এই সমস্যা মেটানোর জন্য কেন্দ্রের কাছে অনুরোধ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার ফের সেই ইস্যু টেনে আনেন তিনি৷

মমতা বলেন, ‘আমরা হয় কোভিশিল্ড নিয়েছি অথবা কোভ্যাক্সিন নিয়েছি৷ কোভিশিল্ড নিয়ে ইউরোপের অনেক দেশে যাওয়া যাচ্ছে৷ আমেরিকারও অনুমতি দিয়েছে৷ কিন্তু কোভ্যাক্সিনকে হু স্বীকৃতি দেয়নি৷ হু স্বীকৃতি না দিলে কোভ্যাক্সিন নিয়েও কেউ বাইরে যেতে পারছেন না৷ ভারতীয়রা সিঙ্গাপুরে যেতে পারছে না৷ কিন্তু ওরা তো আসছে৷ প্রধানমন্ত্রী একটু উত্তর দেবেন৷ আমরা যদি যেতে না পারি তাহলে কি আমরা বর্জিত?এ জন্য আমরা সত্যিই লজ্জিত ৷ আমার দেশ আমার দেশের জন্য কী করেছে ? ভারতের সেই গর্জন, তর্জন ও সাহস কোথায় গেল ? যে ভারত একদিন বিশ্বকে নেতৃত্ব দিয়েছে, আজ তাদের পায়ে ধরে অন্যের দ্বারস্থ হতে হচ্ছে ৷ এটা আমরা চাই না ৷ আমার দেশমাতৃকা চায় ভারত মর্যাদার সঙ্গে বাঁচুক ৷” এই বিষয়ে সরব হলেই আবার বিজেপি ইডি বা সিবিআই পাঠিয়ে দেবে বলে তোপ দাগেন তৃণমূল নেত্রী ৷

রোমে বিশ্ব শান্তি বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল তৃণমূল নেত্রীকে ৷ তিনি জানান, সেখানে যাওয়ার জন্য চিঠি দেওয়ার পরই রোমের প্রশাসনের জবাবে তিনি জানতে পারেন যে, ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার অধিবাসীদের সে দেশে যাওয়ার অনুমতি নেই ৷ কারণ সেখানে কোভিশিল্ড অনুমোদনপ্রাপ্ত নয় ৷ এই প্রসঙ্গেই ক্ষোভে ফেটে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

তিনি এ বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফর নিয়ে প্রশ্ন তোলেন ৷ মমতার কথায়, “ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশের কোভিশিল্ড ও কোভ্যাকসিন অন্যান্য অনেক দেশে নিষিদ্ধ ৷ সিঙ্গাপুরে ভারতীয়দের যাওয়ার অনুমতি নেই ৷ পড়াশোনা করতে যেতে পারেনি ছাত্ররা ৷ ব্যবসায়ী, শিল্পপতিরা যেতে পারছেন না ৷ কোভ্যাকসিন যখন হু-এর অনুমোদনপ্রাপ্ত নয়, তাহলে মোদি কীভাবে আমেরিকা যাচ্ছেন ? আপনার যাওয়া নিয়ে আমার কোনও আপত্তি নেই ৷ আপনি 50 বার যান ৷ কিন্তু যে ছেলেমেয়েরা পড়তে যেতে চাইছে, তাঁদেরও যাওয়ার ব্যবস্থা করতে হবে ৷ অনেক টাকা খরচ করছেন বাবা-মায়েরা ৷ কোভ্যাকসিনকেও হু যাতে অনুমোদন দেয়, সেই ব্যবস্থা করতে হবে ৷” এর আগেও কোভ্যাকসিনে হু-এর অনুমোদন পেতে কেন্দ্রের তৎপরতার দাবি জানিয়েছিলেন মমতা ৷ প্রসঙ্গত, কোভ্যাকসিনই নিয়েছেন প্রধানমন্ত্রী ৷

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest