Subrata Mukherjee's Last Journey : the last rites of the late Subrata Mukherjee

বিশাল মিছিলে শেষযাত্রা, গান স্যালুটে চিরবিদায় সুব্রত মুখোপাধ্যায়কে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বৃহস্পতিবার দীপাবলির রাতে প্রয়াত হয়েছেন রাজ্যের প্রবীণ ও দক্ষ রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee Last Journey)। এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৫ বছর বয়সি রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)৷ বেশ কিছুদিন যাবৎ অসুস্থ থাকলেও তাঁর অকস্মাৎ মৃত্যুর খবরে নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক পরিমণ্ডল থেকে সাধারণ মানুষ, কেউই মেনে নিতে পারছেন না স্বভাব রসিক, স্মিতভাষী মানুষটির চলে যাওয়া। তাঁর আকস্মিক প্রয়াণে যে শুধু রাজনৈতিকমহলে শোকের ছায়া নেমে এসেছে, তাই নয়। শোকাতুর রাজ্যবাসী।

সকালে রবীন্দ্রসদন হয়ে বিধানসভা ভবন, সেখান থেকে বালিগঞ্জের বাসভবন হয়ে এগডালিয়া এভারগ্রীন ক্লাব থেকে এ বার কেওড়াতলা মহাশ্মশানের পথে রাজ্যর সদ্য প্রয়াত পঞ্চায়েত মন্ত্রীর মরদেহ। ইতিমধ্যেই শ্রদ্ধা জানিয়েছেন, মুনমুন সেন থেকে রাজ্যপাল জগদীপ ধনখড়। শ্রদ্ধা জানিয়েছেন বিরোধী নেতারাও। দক্ষ প্রশাসক, ইন্দিরা গান্ধীর স্নেহধন্য, রাজনীতির চাণক্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘গুরু’ আজ অন্তিম যাত্রায়। শেষকৃত্যে থাকবেন না মুখ্যমন্ত্রী, তবে কেওড়াতলা  মহাশ্মশানে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিকেল ৪.৩৮ নাগাদ গান স্যালুটের মাধ্যমে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রীকে শ্রদ্ধজ্ঞাপন করা হয়। বিকেল ৫ নাগাদ শেষ হয় গান স্যালুট পর্ব। দুইমিনিটের নীরবতা পালন সকল তৃণমূল নেতা-মন্ত্রী-বিধায়ক ও কর্মী সমর্থকদের। উপস্থিত ছিলেন সুব্রতর পরিবারের সদস্যরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র, সৌগত রায়, সুজিত বসু, সায়নী ঘোষ প্রমুখরা। কেওড়াতলা মহাশ্মশানে মন্ত্রীর অন্তেষ্টিক্রিয়া শুরু। বিকেল ৫.৪০ নাগাদ শেষ সুব্রত মুখোপাধ্যায়ের অন্তেষ্টি। পঞ্চভূতে বিলীন বর্ষীয়ান রাজনীতিক তথা রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest