Swami Vivekananda: BJP Leader Rahul Sinha Compares Narendra Modi With Swami Vivekananda

Swami Vivekananda: বিবেকানন্দই জন্মেছেন মোদী রূপে, নয়া দাবি নিয়ে আসরে রাহুল সিনহা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিভিন্ন মহাপুরুষের সঙ্গে রাজনীতিবিদদের তুলনা করাটা যেন ভারতীয় রাজনীতির অঙ্গ হয়ে উঠেছে। এবার এমনই এক মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha)। স্বামী বিবেকানন্দই (Swami Vivekananda) নাকি পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi) রূপে, দাবি করলেন বিজেপি নেতা।

রবিবার ICCR-এ বিজেপির SC মোর্চার আয়োজনে সংবিধান দিবসের একটি অনুষ্ঠান ছিল। সেখানেই স্বামী বিবেকানন্দের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। অনুষ্ঠানের পরেও নিজের বক্তব্যে অনড় তিনি। রাহুল সিনহা বলেছেন, ‘কলকাতার নরেন গুজরাতে নরেন্দ্র মোদি রূপে জন্মলাভ করেছেন। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, নরেন্দ্র মোদি নরেনের অবতার। স্বামী বিবেকানন্দের দেখানো পথেই মোদী চলছেন। যে যে কাজ উনি করতে বলেছিলেন, সেগুলোই নরেন্দ্র মোদী করছেন।’

আরও পড়ুন: Winter: কলকাতার পারদ নামল ১৮ ডিগ্রি সেলসিয়াসে, জেলাগুলিতে নামছে তাপমাত্রা

রাহুল সিনহার যে মন্তব্যের পর তাঁর তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেছেন, ‘বিবেকানন্দ বেঁচে থাকলে মুখ লুকনোর জায়গা পেতেন না’।

তবে শুধু গেরুয়া শিবিরই নয়। অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে বলতে গিয়ে শ্রী শ্রী মা সারদার প্রসঙ্গ টেনে বিতর্ক খাড়া করেছিলেন উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক নির্মল মাজি। বিজেপি ত্যাগী বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু তৃণমূলে যোগদানের পর বলেছিলেন, ‘মুখ্যমন্ত্রী রানি রাসমণির মতো করে কাজ করছে। তার মতো করেই আমাদের মনে জায়গা করে নিয়েছেন মমতা। ১০০ বছর সকলে মনে রাখবেন মুখ্যমন্ত্রীকে।’ সেই সময় কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা।

আরও পড়ুন: Mamata Banerjee: ফেব্রুয়ারীতে ডিলিট পাচ্ছেন মুখ্যমন্ত্রী! সম্মান দিচ্ছে জেভিয়ার্স

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest