tathagata roy slams kailash vijayvargiya after srabanti left bjp today

‘শ্রাবন্তীকে দেখে মুখ থেকে লালা ঝরছিল কৈলাসের’, ফের বেলাগাম তথাগত রায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শ্রাবন্তী-তনুশ্রী-পায়েলদের প্রার্থী করা নিয়ে নির্বাচনের আগেই সোশ্যাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তথাগত রায়। তাঁর মন্তব্যে স্পষ্ট ছিল যে, অভিনেত্রীদের প্রার্থী করা নিয়ে মোটেও খুশি নন তিনি। শ্রাবন্তী দল ছাড়তেই ফের বিজেপিকেই বিঁধলেন তথাগত। বললেন, “গরিবের কথা বাসি হলে সত্যি হয়। বিজেপির কালীঘাটে পুজো দেওয়া উচিত।”

উল্লেখ্য, এর আগেও তথাগত রায়ের তোপের মুখে পড়েছিলেন শ্রাবন্তী। কৈলাসকেও ধারাবাহিক ভাবে আক্রমণ শানিয়ে গিয়েছেন তথাগত রায়। এই আবহে আজ শ্রাবন্তী দল ছাড়তেই এক বিজেপি সমর্থকের পোস্ট রিটুইট করে সেখানে কৈলাসকে তোপ দাগেন তথাগত। টুইটে তথাগত লেখেন, ‘আমাদের এক পুরোনো কর্মী দিনদুয়েক আগে লিখেছিলেন, উনি জয়নগরে সভা পরিচালনা করছিলেন। কৈলাস বিজয়বর্গীয় শ্রাবন্তী সম্বন্ধে বলছিলেন, ওর মুখ দিয়ে প্রায় লালা ঝরছিল। এই সব নেতার হাতে বিজেপির প্রার্থী চয়নের ভার ছিল। এর পরে পশ্চিমবঙ্গে বিজেপির যে এই অবস্থা হবে এ আর বিচিত্র কি?’

এক সময় তৃণমূল (TMC) ঘনিষ্ঠ ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। তবে একুশের ভোটের (West Bengal Election) আগেই গত পয়লা মার্চ গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। বেহালা পশ্চিম কেন্দ্রের প্রার্থীও হন। বিপক্ষে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট তৃণমূল নেতা। বিজেপির এই প্রার্থী নির্বাচন নিয়ে অসন্তুষ্ট ছিলেন অনেকেই। তাঁদের মধ্যে একজন তথাগত রায়। যদিও তাতে গুরুত্ব দেয়নি দল। শ্রাবন্তীর প্রচারে এসেছিলেন খোদ অমিত শাহ। কিন্তু তাতেও লাভ হয়নি। বিধানসভা নির্বাচনে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে বিপুল ভোটে পরাজিত হন শ্রাবন্তী। তারপর থেকে আর বিজেপির কোনও কর্মসূচিতে দেখা যায়নি অভিনেত্রীকে।

শেষমেশ বৃহস্পতিবার টুইটে দলত্যাগের কথা জানালেন শ্রাবন্তী। এরপরই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দলেরই অনেকে। কেউ আবার তথাগত রায়কে সমর্থন করেছেন। বলেছেন, তথাগত রায়ের ‘নগরের নটী’ মন্তব্যে কোনও ভুল ছিল না।

দলত্যাগ প্রসঙ্গে টুইটে শ্রাবন্তীকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। ফেসবুকে তিনি লেখেন, “শ্রাবন্তীর মতো নেত্রী বিজেপি ছেড়ে যাওয়ায়, সংগঠনের যে ভয়ানক ক্ষতি হয়ে গেল। তা হয়তো ভবিষ্যতে কোনওদিন পূরণ হবে না।” শ্রাবন্তীর দলত্যাগ নিয়ে রাজ্য বিজেপির সভাপতি বলেছেন, “শ্রাবন্তী দল ছাড়ায় দলে কোনও প্রভাব পড়বে না। বিজেপি সংগঠন ভিত্তিক দল। মুখ দিয়ে দল চলে না।”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest