ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনজীবী প্রিয়ঙ্কা তিব্রিওয়ালকে প্রার্থী করল বিজেপি। ভবানীপুরের উপনির্বাচন ছাড়াও সমশেরগঞ্জ এবং জঙ্গিপুরেও নির্বাচন হওয়ার কথা ৩১ সেপ্টেম্বর। সেই দুই আসনের প্রার্থীও ঘোষণা করল গেরুয়া শিবির। সমশেরগঞ্জে বিজেপির তরফে প্রার্থী করা হল মিলন ঘোষকে। অপরদিকে জঙ্গিপুরে বিজেপি প্রার্থী করেছে সুজিত দাসকে।
মমতার বিরুদ্ধে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে একটা দোলাচল সৃষ্টি হয় দলের অন্দরে। বিজেপি-র অনেক বড় নেতারাই মুখ ফিরিয়েছেন বলে সূত্রের খবর। মিঠুন চক্রবর্তীও মমতার বিরুদ্ধে না দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলে গেরুয়া শিবির সূত্রে খবর পাওয়া গিয়েছিল। ফলে কাকে দাঁড় করানো হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়। শেষ পর্যন্ত শুক্রবার আইনজীবী প্রিয়ঙ্কাকেই প্রার্থী হিসাবে ঘোষণা করল বিজেপি।
যদিও প্রিয়ঙ্কাকে ওই পদে প্রার্থী করা হতে পারে বলে একটা জল্পনা চলছিল। ঘটনাচক্রে প্রিয়ঙ্কা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। সেই জল্পনাকে সত্যি করেই নাম ঘোষণা করল পদ্মশিবির।
বিস্তারিত আসছে…