Site icon The News Nest

নেতা বানান তিনি, কর্মীরাই সম্পদ, কোর বৈঠকে বার্তা দিদির, সহমত তৃণমূল সমর্থকরাও

Mamta kalighat

গত দু’দিনে শুভেন্দু অধিকারীকে অনুসরণ করে দল ছেড়েছেন বহু দাপুটে নেতা। এই পরিস্থিতিতেও শুক্রবার কোর কমিটির বৈঠকে কর্মীদের নিশ্চিন্তে থাকার পরামর্শ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, কালীঘাটে কোর কমিটির মিটিংয়ে এদিন দলনেত্রী দলকে ইতিবাচক বার্তাই দেন। দৃঢ় কন্ঠে তিনি বলেন, “একুশে জয় নিশ্চিত। শুধু সকলকে এক সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। রাজ্যের উন্নয়নমূলক কাজ আরও বেশি করে মানুষের সামনে তুলে ধরতে হবে। বাড়াতে হবে জনসংযোগ। প্রত্যেকের কাছে গিয়ে তাঁদের সমস্যা জানতে হবে। চেষ্টা করতে হবে সমাধানের।”

আরও পড়ুন: বিনামূল্যে সারা বছর রেশন সকলকে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

দলত্যাগীদের ইঙ্গিত করে তৃণমূল সু্প্রিমো বলেন, “কে এল, কে গেল তাতে কিছু আসে যায় না। নেতা নয় বরং কর্মীরাই দলের আসল সম্পদ। তাই চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। জয় নিশ্চিত।” তাঁর কথায়, যাঁরা দল ছাড়ছেন তাঁরা বোঝা ছিল।

একের পর এক নেতা-কর্মীদের ক্ষোভ প্রকাশ্যে আসার প্রসঙ্গে এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, কারও মনে প্রশ্ন তৈরি হলে, কোনও কিছুতে সমস্যা হলে, তাঁর সঙ্গে কথা বলার, বোঝানোর। যতক্ষণ তিনি দলে থাকবেন, ততক্ষণ চেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

সূত্রের খবর, এদিনের বৈঠকে দলনেত্রী পরিষ্কার জানিয়েছেন, বড় নির্বাচনের ক্ষেত্রে দলে কে এল, দল থেকে কে গেল তা নিয়ে দল একেবারেই চিন্তিত নয়। যাঁরা যাচ্ছেন বা বেসুরো হয়েছেন তাঁরা দলের বোঝা ছিল। এক ইঞ্চি জায়গাও না ছেড়ে এই নির্বাচনে ঝাপিয়ে পড়তে হবে বলে এদিন নির্দেশ দিয়েছেন মমতা। তিনি পরিষ্কার জানিয়েছেন, উন্নয়নকে হাতিয়ার করেই চলবে তৃণমূলের প্রচার।

আরও পড়ুন: গেরুয়া শাসনে বিপদ বাড়ছে সংখ্যাগুরুরও,সাবধান না হলে কেঁদে কুল পাবেন না

Exit mobile version