কেন্দ্রীয় দল না পাঠিয়ে ভ্যাকসিন পাঠাও, কেন্দ্রীয় শাসক দলকে বিঁধলেন ফিরহাদ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভোটে মোক্ষম হেরেছে শাহ-মোদীর দল। ফলে বাংলার ভোট হিংসা নিয়ে ফেক ছবি ও খবর ছড়ানোর কসুর করছে না তাদের আইটি সেল। একেবারে নতুন একটি সরকারকে চাপে ফেলার সব রকম চেষ্টা চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বাংলার ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া পদক্ষেপ করা হয়েছে।

গঠন করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদমর্যাদার চার আধিকারিকের একটি প্রতিনিধি দল। বাংলার নির্বাচন পরবর্তী হিংসার তদন্ত, তার বিস্তারিত তথ্য রিপোর্ট করা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে।ভোট মিটতেই এই  প্রতিনিধি দলের বিরুদ্ধে এ বার মুখ খুলেছেন তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম ।

আরও পড়ুন : সংক্রমণের তৃতীয় ঢেউয়ের জন্য প্রস্তুতি নিন, অক্সিজেন মজুত করুন- কেন্দ্রকে সুপ্রিম নির্দেশ

বহস্পতিবার, তৃণমূল বিধায়ক ফিরহাদ বলেন, ‘নাচ না জানলে উঠোন ব্যাঁকা। শূন্য হয়ে ফিরেছে তো, তাই দেখাচ্ছে বিরাট কিছু ঘটেছে।’ কেন্দ্রকে এ দিন ‘চম্বলের ডাকাত’ বলে সম্বোধন করে তৃণমূল নেতা বলেন,’আসলে হেরে গিয়েছে তো! তাই বদলা বদলা করেছে। দল পাঠাচ্ছে। কেন্দ্রীয় দল না পাঠিয়ে ভ্যাকসিন পাঠাও।’

প্রসঙ্গত,  শপথ গ্রহণের পরেই, করোনা নিয়ে বৈঠক করেন মুখ্য়মন্ত্রী।  কোভিড পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীকে চিঠিও দেন তিনি। চিঠিতে, শয্যা সংখ্যা বাড়ানোর আবেদন করার পাশাপাশি ভ্যাকসিনের জোগান বাড়ানোরও আবেদন করেন মমতা । পশ্চিমবঙ্গে ১০ হাজার ডোজ রেমডেসিভির লাগবে প্রতিদিন, এমনটাও আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। ফিরহাদ আরও বলেন,’করোনা নিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে পারছে না। তাই এ সব গল্প বানাচ্ছে।’

আরও পড়ুন : প্রতিশ্রুতি মত বাংলার কৃষকদের ১৮ হাজার টাকা দিন, মোদীকে চিঠি মমতার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest