ভালবাসা ব্যক্তিগত, লাভ-জিহাদের নামে ধর্ম নিয়ে রাজনীতি করবেন না: নুসরত জাহান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

২০২১-এর বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজনীতির আঙিনা ৷ ইতিমধ্যেই গেরুয়া রাজনীতির তরফ থেকে বাংলাকে মুষ্টিগত করার জন্য নয়া নয়া ফন্দি নিয়ে চলেছে বিজেপি ৷ অন্যদিকে, বাংলায় আরও শক্তিশালী হতে তৃণমূল কংগ্রেসও নতুন করে কোমর বেঁধে নেমে পড়েছে ৷ আর এই বিধানসভাকে মাথায় রেখেই তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা নিজেদের মতো করে বিজেপিকে একহাত নিতেও ছাড়ছেন না ৷

এই যেমন সোমবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকে বিজেপিকে নানা ইস্যুতে কটাক্ষ করলেন অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরত জাহান ৷

নিখিল জৈনের সঙ্গে বিয়ের পর থেকেই নুসরতকে নানাভাবে সমালোচনা করেছে গেরুয়া রাজনীতির একাংশ ৷ এমনকী, পার্লামেন্টে মাথায় সিঁদুর, হাতে শাখা-পলা নিয়ে বক্তব্য দেওয়ার পর বিজেপির একাংশ কু-মন্তব্য করে নুসরতের সমালোচনা করেছিলেন ৷ সেবারও চুপ থাকেননি নুসরত ৷ আর এবারও  লাভ-জিহাদের নামে যে নোংরা রাজনীতি চালিয়ে যাচ্ছে বিজেপি প্রশাসন, তা নিয়ে তীব্র নিন্দা করলেন নুসরত৷ স্পষ্টই নুসরত জানালেন, ‘প্রেমের কোনও ধর্ম হয় না ৷ প্রেম একেবারেই ব্যক্তিগত৷’

আরও পড়ুন: ‘পরকীয়া’র জেরেই কি মর্মান্তিক পরিণতি? একবালপুরে তরুণী খুনে গ্রেপ্তার দম্পতি

সম্প্রতি দেশের নানা প্রান্তেই ‘লাভ জিহাদ’ শব্দবন্ধটা বারবার সামনে এসেছে। মূলত গেরুয়া শিবির এর হোতা। কোনও মানুষ ভিন্ন ধর্মের কাউকে ভালবাসলে, বিয়ে করলে তাকে বলা হচ্ছে লভ জেহাদ। বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বী কোনও ছেলে হিন্দু মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ালে, তা নিয়ে তুলকালাম পরিস্থতি তৈরি হচ্ছে নানা সময়ে। এ ব্যাপারে উত্তরপ্রদেশ সরকার তো আইন আনতে চলেছে। তাতে বলা হচ্ছে, ভিন ধর্মে বিয়ে করে জোর করে ধর্মান্তরিত করা যাবে না।

অনেকের মতে, এও হল গেরুয়া শিবিরের মেরুকরণের অস্ত্র। তাই কথার পিঠে কথা হচ্ছে। যেমন রবিবার ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল পাল্টা প্রশ্ন ছুড়ে বলেছেন, বিজেপির যে মন্ত্রী বা নেতারা ভিন্ন ধর্মে বিয়ে করেছেন, সেও কি লভ জেহাদ। যেমন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শাহনওয়াজ হুসেন বিয়ে করেছেন হিন্দু মহিলা রেণু শর্মাকে।

নুসরতের কথায়, ‘প্রেম বিষয়টি একেবারে ব্যক্তিগত বিষয় ৷ লাভ-জিহাদের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই ৷ কে, কাকে ভালবাসবে, সেটা কেউ ঠিক করে দিতে পারে না ৷ রাজনীতির আগে কিছু মানুষ এই ধরনের বিষয়কে জোর করে টেনে আনছেন ৷ ধর্মের সঙ্গে রাজনীতিকে মেশানো উচিত নয় ৷ প্রেমে কোনও রাজনীতি হয় না !’

আরও পড়ুন: করোনায় দর্শকহীন হল! বন্ধই হয়ে গেল মেনকা, প্রিয়া, প্রাচী, জয়ার মতো সিঙ্গল স্ক্রিন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest