চার দফার ভোট এক দফায় হোক, কমিশনকে প্রস্তাব দেবে তৃণমূল

এ বার রাজ্যে আট দফায় নির্বাচন হচ্ছে৷
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রাজ্যে ভয়াবহ রূপ নিচ্ছে করোনা (Corona in Bengal)৷ এ দিনই মৃত্যু হয়েছে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের৷ এই পরিস্থিতিতে রাজ্যে নির্বাচনের দফা কমানোর জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানাতে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)৷ সূত্রের খবর, চার দফার বদলে এক দফাতেই বাকি বিধানসভাগুলির ভোট করানোর প্রস্তাব দেবে তৃণমূল৷

করোনা বাড়বাড়ন্তের মধ্যে কী ভাবে বাকি পর্যায়ের ভোটগ্রহণ হবে, তা নিয়ে আলোচনা করতে শুক্রবারই সর্বদলীয় বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন৷ সেই বৈঠকেই দফা কাটছাঁট করার জন্য এই প্রস্তাব দেবে রাজ্যের শাসক দল৷

এ বার রাজ্যে আট দফায় নির্বাচন হচ্ছে৷ প্রথম থেকেই করোনা অতিমারির মধ্যে এত দফায় ভোটের বিরোধিতা করেছিল তৃণমূল৷ ইতিমধ্যেই চার দফার ভোট গ্রহণ শেষ হয়েছে৷ আগামী শনিবার, ১৭ এপ্রিল রাজ্যে পঞ্চম দফার ভোট৷ তার পরে বাকি আরও তিন দফা৷ তৃণমূল দাবি তুলবে, পঞ্চম দফা সহ বাকি চার দফার ভোটই একদিনে করাক কমিশন৷

আরও পড়ুন: ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা কমিশনের, পাত্তা না দিয়ে সভায় হাজির রাহুল সিনহা!

প্রায় প্রতিদিনই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে৷ বুধবার নতুন আক্রান্তের সংখ্যা প্রায় ৬ হাজার ছুঁয়েছে৷ চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যে ভোট প্রচার করোনা পরিস্থিতি অবনতির বড় কারণ৷ প্রচারে বা বড় বড় জনসভা প্রায় কোনওরকম স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না৷ এ বিষয়ে চূড়ান্ত উদাসীনতা দেখাচ্ছেন অধিকাংশ প্রার্থী এবং রাজনৈতিক দলের নেতা, কর্মীরা৷

এ দিনই ভোরে করোনায় আক্রান্ত হয়ে কলকাতার হাসপাতালে মৃত্যু হয়েছে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাসের৷ আরও বেশ কয়েকজন প্রার্থী ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন৷ সবমিলিয়ে করোনা পরিস্থিতির মধ্যে সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন করাই কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ৷

আরও পড়ুন: ঠান্ডা মাথায় গণহত্যা! শীতলকুচির ‘ভিডিও’প্রকাশ করে দাবি তৃণমূলের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest