প্রার্থী ঘোষণার আগেই আরও এক তারকা যোগ, তৃণমূলে নাম লেখালেন সায়ন্তিকা

টালিগঞ্জ যেন সত্যিই এখন রাজনীতির রঙ্গমঞ্চ।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভোটের আর মাত্র ক’টা দিন। তার মধ্যেই রাজনৈতিক দলে যোগদানের ধারা অব্যাহত। তৃণমূলে যোগ দিলেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ভবনে পার্থ চট্টোপাধ্যায়, ব্রাত্য বসুর উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন নায়িকা। এদিন সংবাদমাধ্যমে অভিনেত্রী বলেন, ‘তৃণমূলে যোগ দিচ্ছি। দিদির পাশে থাকতে চাই তাই যোগ দিচ্ছি।’

এদিন দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্ত্তিক বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকাকে নিয়ে তৃণমূল ভবনে ঢোকেন। এছাড়াও এদিন তৃণমূল ভবনে মন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূলে যোগ দেন শিক্ষাবিদ সন্দীপ কুমার পাল। মির্জাপুর সিটি কলেজ অফ কমার্সের অধ্যক্ষ সন্দীপ বাবু তৃণমূলের পতাকা তুলে নিয়ে বলেন, ব্যক্তিগত স্বার্থে রাজনীতিতে আসিনি। সমাজ, দেশ, রাজ্য সুস্থ থাকুক এটাই আমাদের চাওয়া। মানুষ ক্যারিয়ার গড়ায় এত ব্যস্ত যে দেশ গড়ার কাজে এগিয়ে আসছেন না কেউ। তাঁদের উদ্বুদ্ধ করতেই রাজনীতিতে আসা।

সাংবাদিক বৈঠক থেকে দলত্যাগী জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে ব্রাত্যর কটাক্ষ, জিতেন্দ্র হোক, ধর্মেন্দ্র হোক, যেই যান আমাদের কাছে অমিতাভ বচ্চন (পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়) আছেন।

আরও পড়ুন: শীর্ষ নেতৃত্বের চাপ? জিতেন্দ্র ইস্যুতে ঢোঁক গিললেন বাবুল, বললেন পুরানো কাসুন্দি ঘাঁটবো না

ভোটের মুখে একাধিক টলি তারকা রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ, জুন মালিয়া, অভিনেতা কাঞ্চন মল্লিক, পরিচালক রাজ চক্রবর্তীরা এর আগে, বর্ষীয়ান অভিনেতা দীপংকর দে, ভরত কল, সৌরভ দাস, পিয়া সেনগুপ্ত, কৌশানি, ‘বাহামণি’ খ্যাত রণিতা, সৌপ্তিক, ‘জলনূপুর’ খ্যাত লাভলি-সহ একঝাঁক তারকা ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন সম্প্রতি।

পালটা টলি শিবিরকে সঙ্গে নিতে ঝাঁপিয়েছে BJP-ও। সম্প্রতি BJP-তে যোগ দিয়েছেন শ্রাবন্তী। কয়েকদিন আগেই পদ্ম পতাকা হাতে তুলেছেন যশ দাশগুপ্ত, ‘বিবি পায়রা’ খ্যাত অভিনেত্রী পাপিয়া অধিকারী, সৌমিলী বিশ্বাস, মল্লিকা বন্দ্যোপাধ্যায়, অতনু রায়, ‘খড়কুটো’ ধারাবাহিক খ্যাত কৌশিক রায় ও তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত রুদ্রনীল ঘোষ।

অন্যদিকে শ্রীলেখা মিত্র, বাদশা মৈত্র, চন্দন সেন, সব্যসাচী চক্রবর্তী, অনীক দত্ত, কমলেশ্বর মুখোপাধ্যায়রা আবার বাম শিবিরে। টালিগঞ্জ যেন সত্যিই এখন রাজনীতির রঙ্গমঞ্চ।

আরও পড়ুন: মমতা দিদির পাশে থাকুন, নবান্নে দাঁড়িয়ে বাংলায় বসবাসকারী বিহারীদের আহ্বান লালু পুত্র তেজস্বীর

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest