পুজো আসতে আর মাত্র সাতদিন বাকি। করোনা পরিস্থিতিতে দেশের অবস্থা উদ্বেগজনক, টার মধ্যেই প্রত্যেকটি রাজ্য নিজ নিজ উৎসবে মেতে উঠতে চলেছে। এ বছর সকলের বোধ হয় একটাই প্রার্থনা, মা যেন এসে করোনামুক্ত করে যায় এই পৃথিবীকে। আর এবার করোনা আবহে অশুভের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘অশুভকে আমরা হারাবই’, জাগো বাংলা-র শারদীয়াতে এমনটাই লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল জাগো বাংলা শারদ সংখ্যার প্রকাশ অনুষ্ঠান ছিল। যেখানে বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে অতিমারি বলে কটাক্ষ তৃণমূল নেত্রীর। ‘আপনাদের মতো অশুভ শক্তি বিনাশে মা আসেন পৃথিবীতে’, কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর।
নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’ (Jago Bangla) শারদীয়া সংখ্যার উদ্বোধনী অনুষ্ঠানে ‘একদিকে করোনা, একদিকে ডেঙ্গি, একদিকে ম্যালেরিয়া। আর একদিকে ভয়াবহ বিজেপি।’ বলে রাজ্যের প্রধান বিরোধী দলকে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। নিজের বক্তব্যে তিনি বলেন, ‘বিজেপি এত বড় মহামারী যা আমি কোথাও দেখিনি।’ পদ্ম শিবিরকে আক্রমণ করে মমতা আরও বলেন, ‘আমরা বলি অত সস্তা নয়। অনেক করেছেন। অনেক করবার চেষ্টাও করছেন। আপনাদের মতো অশুভ শক্তিকে বিনাশ করতে অসুরদলনী মা এই পৃথিবীতে আসে মনে রাখবেন।’
আরও পড়ুন: সরছে বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ, একাধিক রাজ্যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, বৃষ্টির ভ্রুকূটি বাংলাতেও
'জাগো বাংলা'র উৎসব সংখ্যার উদ্বোধনে মুখ্যমন্ত্রী @MamataOfficial#JagoBangla pic.twitter.com/JYQBMcrmI4
— JagoBanglaDigital (@jago_bangla) October 12, 2020
নিজের বক্তব্যের পরেই অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা আজেবাজে কথা বলি না। অসংলগ্ন কথাও বলি না। কিন্তু আমরা এটুকু কথা নিশ্চয়ই বলতে পারি যে, বাংলায় রাজনীতি করতে গেলে একটু ভদ্রতা, একটু সভ্যতা, একটু সংস্কৃতি, একটু গণতন্ত্র, একটু ঐতিহ্য ও পরম্পরা মেনে চলতে হয়। এটাই বাংলার সংস্কৃতি।’
শুধু মুখ্যমন্ত্রী নন এই শারদীয়ায় তৃণমূলের অন্যান্য নেতা-নেত্রীরাও কথা তুলে ধরেছেন। সুব্রত বক্সী যেরকম লিখেছেন, ‘একুশের নির্বাচন কঠিন নয়, তাৎপর্যপূর্ণ। ভারতবর্ষের সঙ্গে সঙ্গে বাংলার মাটিকেও ধর্ম নিয়ে রাজনীতি করে কলুষিত করছে বিজেপি।’ আবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষানীতি ও শিক্ষায় গৈরিকীকরণ করা হয়েছে বলেও লেখেন। সর্বোপরি সকলের লেখাতেই নিশানায় বিজেপি। শারদীয়া সংখ্যা পড়ে বেশ বোঝা যাচ্ছে যে, আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা এখন থেকেই বেজে গিয়েছে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর শারদ উপহার: বেসরকারি সংস্থায় করোনা পরীক্ষার খরচ কমে ১৫০০ টাকা, নিয়োগ আড়াই হাজার নার্স