ভলভো বাসে দুর্গা দর্শন, জলযানে চড়ে ভাসান! অনলাইন বুকিং শুরু পরিবহণ নিগমের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

করোনা আবহে অনেকেই চাইছেন নিরাপদে বাসে-ট্রামে চড়ে দূর থেকে দেবী-দর্শন। প্রত্যেক বছরই ট্রাম, ভলভো বাস, ইলেকট্রিক বাসে চড়ে ঠাকুর দেখানো হয়। এবারও করোনা আবহে সেই পদ্ধতিতে এগোতে চাইছে রাজ্য পরিবহণ নিগম।

মিলেনিয়াম পার্ক ও এসপ্ল্যানেডের মতো ডিপো থেকে মিলবে হাতে হাতে টিকিট। তবে এবারে অনলাইন বুকিং চালু হতে বেশ ভালই সাড়া মিলবে বলে নিগম সূত্রের খবর। অনলাইনে টিকিট কাটা যাচ্ছে www.wbtc.online.in সাইট থেকে।

আরও পড়ুন: নিরাপদ নয় ব্যাঙ্কের লকারও, বর্ধমানে উধাও প্রায় ৭০ ভরি গয়না, নীরব কর্তৃপক্ষ

একই সঙ্গে অন্যান্য বারের মতো এবারেও লাক্সারি ভেসেলে করে দেখানো হবে প্রতিমা নিরঞ্জন। উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক ঘাটের প্রতিমা নিরঞ্জন দেখানো হবে। মিলেনিয়াম পার্ক থেকে শুরু করে দ্বিতীয় হুগলি সেতু এবং বাগবাজার ঘাটের দিকে এগোবে ভেসেল। মাঝের সব ক’টি ঘাটে হাওড়া ও কলকাতার দিকে প্রতিমা নিরঞ্জন হয়, তার সবগুলিই দেখানো হবে।

তবে শুধু ঘুরিয়ে দেখানো নয়, থাকছে স্ন্যাক্স ও ডিনারের ব্যবস্থা। মাথা পিছু প্যাকেজ রাখা হয়েছে ১৪০০ টাকা করে। অন্যদিকে এবার সল্টলেক, নিউটাউনের পুজো দেখানোর ব্যবস্থা করা হয়েছে ইলেকট্রিক এসি বাসে চেপে। এই বিশেষ প্যাকেজে সল্টলেকের বাছাই করা পুজো মন্ডপ দেখানো হবে।

অন্যদিকে সপ্তমী ও নবমীতে উত্তর ও দক্ষিণ কলকাতার ২ টি এসি ট্রামে চেপে ঠাকুর দেখার সুযোগও পাবেন। সমস্ত স্বাস্থ্যবিধি মেনে সংক্রমণের ছোঁয়াচ এড়িয়ে এই সমস্ত ব্যবস্থায় মানুষ নিরাপদে ঠাকুর দেখতে পারবেন বলেই আশা পরিবহণ নিগমের কর্তাদের।

আরও পড়ুন: Durga Puja 2020: বেহালার যে পাঁচটি পুজো এবছর আপনার নজর কাড়বে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest