WB election 2021: ‘ব্রিগেডটাকে বি-গ্রেড করে দিয়েছে’, বিজেপি-কে কটাক্ষ মমতার

গুজরাত সরকারের পরিসংখ্যান অনুসারে গত বছরে সে রাজ্যে ধর্ষণ হয়েছে ৩ হাজার ৯৫টি। ধর্ষণের শীর্ষে রয়েছে আমদাবাদ। আর ধর্ষণের ঘটনায় উপরের দিকে রয়েছে উত্তরপ্রদেশ।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ব্রিগেড নিয়ে শিলিগুড়ির পর কলকাতা থেকেও বিজেপি-কে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত দলীয় মিছিল শেষের সভায় মমতা বললেন, ‘‘ব্রিগেডটাকে বি-গ্রেড করে দিয়েছে ওরা। টাকা দিয়ে সব হয় না। এটা বিজেপি-কে বুঝতে হবে।’’ মোতেরা স্টেডিয়ামের নাম বদল নিয়ে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, ‘‘নিজের নামে স্টেডিয়াম করেছেন। করোনা টিকায় প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হচ্ছে। ইসরোকে তাঁর ছবি মহাকাশে পাঠাতে বলা হচ্ছে। কোনওদিন দেখা যাবে, ভারতটাই নিজের নামে করে নিয়েছেন।’’

এদিন কলকাতার কলেজ স্ট্রিট থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করে তৃণমূল। মিছিলে হাজির ছিলেন তৃণমূলের সমস্ত মহিলা নেত্রী। ছিলেন বিধানসভা নির্বাচনে তৃণমূলের মহিলা প্রার্থীরাও। একদা বিজেপি-র সমর্থক সুভদ্রা মুখোপাধ্যায়কেও সোমবারের কর্মসূচিতে দেখা যায়। ছিলেন সাংসদ কাকলি ঘোষদস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্যরাও। মিছিলের একবারে শুরুতে মমতার সঙ্গে জুন মালিয়া, কৌশানী মুখোপাধ্যায়, লাভলি মৈত্র, সায়নী ঘোষ, সুদেষ্ণা রায়ও প্রথম থেকেই উপস্থিত ছিলেন।এদিন তৃণমূলের মিছিল ছিল রঙীন। মিছিলে নানা রকম ব্যানার ফেস্টুন ছাড়াও ছিলেন গেরুয়া শাড়ি পরা লোকসংগীত শিল্পীরা।

প্রতি বছর নারী দিবসে কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল আয়োজন করে তৃণমূল। কিন্তু এই বছর সেই অনুষ্ঠানই হয়ে উঠল কলকাতায় মমতার ভোট প্রচারের প্রথম দিনের কর্মসূচি। সভা থেকে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেত্রী। গতকালই নরেন্দ্র মোদী বলেছিলেন, বাংলায় মেয়েরা সুরক্ষিত নন। সেই প্রসঙ্গ টেনে মমতা পাল্টা গুজরাতের পরিসংখ্যান তুলে ধরেন।

আরও পড়ুন: WB election 2021 : টিকিট পেতে মুকুলের দরজায় তৃণমূলের বঞ্চিত বিধায়কদের ভিড়

তিনি বলেন, ‘‘গুজরাত সরকারের পরিসংখ্যান অনুসারে গত বছরে সে রাজ্যে ধর্ষণ হয়েছে ৩ হাজার ৯৫টি। ধর্ষণের শীর্ষে রয়েছে আমদাবাদ। আর ধর্ষণের ঘটনায় উপরের দিকে রয়েছে উত্তরপ্রদেশ। আর ওরা বলছে বাংলায় মেয়েরা সুরক্ষিত নয়। বাংলায় মেয়েরা সবচেয়ে বেশি সুরক্ষিত। সারা দিনরাত এখানে মেয়েরা বাইরে থাকেন, কাজ করেন, কোনও অসুবিধা হয় না।’

মমতার কথাতে সোমবারও ফিরে আসে গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়টি। তৃণমূলনেত্রী বলেন, ‘‘বিনামূল্যে চাল দেওয়া হচ্ছে। কিন্তু সেই চাল ফুটিয়ে খাওয়ার জন্য জ্বালানি নেই। গ্যাস কিনতে হচ্ছে ৯০০ টাকায়। মানে চাল ফোটাতে ৯০০ টাকা লাগবে। এমনই পরিস্থিতি তৈরি হয়েছে।’’

ব্রিগেড থেকে ‘আসল পরিবর্তন’-এর ডাক দিয়েছে মোদী। তার উত্তরেই মমতার জবাব, ‘‘আগে দিল্লি সামলা, তারপর ভাববি বাংলা।’’ কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণের একাধিক সিদ্ধান্ত থেকে শুরু করে, করোনা টিকায় মোদীর ছবি, সব নিয়ে সোমবারও ফের আওয়াজ তোলেন মুখ্যমন্ত্রী। এই কর্মসূচি থেকেই কার্যত কলকাতায় প্রচারের কাজ শুরু করে দিলেন তিনি।

আরও পড়ুন: স্ট্র্যান্ড রোডে রেলের দফতরে বিধ্বংসী আগুন, ৭ জনের মৃত্যু, ১০ লক্ষের ক্ষতিপূরণ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest