হৃদমাঝারে রাখব, তৃণমূলে যোগ দিয়ে ‘দিদি’র জন্য কীর্তন গাইলেন অদিতি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘প্রাণের দিদি’ বলে ডেকে বুঝিয়ে দিলেন কীর্তনের ঘরানা।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সংগীতশিল্পী অদিতি মুন্সি। বৃহস্পতিবার বারবেলায় তৃণমূল ভবনে সৌগত রায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন অদিতি। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছেন, সেখানে সততা রয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে অদিতি বলেন, ‘যেভাবে আমাদের সংগীতশিল্পীদের জন্য চিন্তা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মনে হয় না তাঁর মতো আর কেউ এভাবে ভাবতে পারেন। তিনি বাংলাকে মনে প্রাণে ভালোবাসেন। তিনি বাংলার প্রকৃত রূপকার। তিনি আমায় যেভাবে নির্দেশ দেবেন, সেইভাবে কাজ করার চেষ্টা করব। রাজনীতিতে আমার খুব একটা অভিজ্ঞতা নেই। বিয়ের পর আমার স্বামী ও শ্বশুরমশাইকে মানুষের কাজ করতে দেখেছি। আমিও সেই উপলব্ধি করতে চাই।’

এর পরেই সৌগতর অনুরোধে সুরেলা গলায় অদিতি গেয়ে ওঠেন— ‘‘তোমায় হৃদমাঝারে রাখব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার হরিণ আর তো পাব না…।’’

আরও পড়ুন: জোটের ফাটল প্রকট ব্রিগেডের মঞ্চেই, অধীরকে ‘হক’ ছিনিয়ে নেওয়ার বার্তা আব্বাসের, শাঁকের করাত বাম নেতৃত্ব

সংগীতশিল্পী অদিতি মুন্সি বৈবাহিক সূত্রে উত্তর ২৪ পরগনা যুব তৃণমূল সভাপতি দেবরাজ চক্রবর্তীর স্ত্রী। তাঁর শ্বশুরমশাইও তৃণমূলের পুরনো কর্মী। সম্প্রতি তাঁর প্রয়াণ ঘটেছে। দিন কয়েক ধরেই অদিতিদেবীর তৃণমূলে যোগদানের জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনা সত্যি হল। তৃণমূল সূত্রের খবর, বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন তিনি।

বৃহস্পতিবার অদিতির পাশাপাশি তৃণমূলে যোগ দিয়েছেন বাংলা ও ভোজপুরি সিনেমার অভিনেতা ধীরজ পান্ডে ও টলিউডের অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। সেই সঙ্গে ছিলেন গারুলিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান উষা চৌধুরী। তবে প্রধান আকর্ষণ ছিলেন অদিতিই।

আরও পড়ুন: প্রাক্তন প্রেমিকার সঙ্গে স্বামীর যোগাযোগ নিয়ে দাম্পত্য কলহ! রসিকা জৈনের মৃত্যুতে নয়া তথ্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest