WB election 2021: ভোটার কার্ড ছাড়াও দিতে পারবেন ভোট, জেনে নিন কী ভাবে…

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, কোনও ভোটারের যদি ভোটার কার্ড না থাকে, তা হলেও তিনি ভোট দিতে পারবেন । অবশ্য তার জন্য বিকল্প এই নথিগুলি তাঁর কাছে থাকা আবশ্যিক ।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ঠিকই শুনছেন । ভোটার কার্ড ছাড়াও এ বার ভোট দিতে পারবেন যে কোনও ভোটার । আগামিকাল, অর্থাৎ ২৭ মার্চ থেকে রাজ্যে শুরু প্রথম দফার ভোটগ্রহণ । তার আগে জেনে নিন ভোটার কার্ড ছাড়াও আর কী কী নথি দেখিয়ে ভোট দিতে সক্ষম হবেন আপনি । রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে ২৭ মার্চ থেকে । চলবে প্রায় এক মাস । ২৯ এপ্রিল শেষ হবে ভোটগ্রহণ । ২ মে ফলপ্রকাশ । নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, কোনও ভোটারের যদি ভোটার কার্ড না থাকে, তা হলেও তিনি ভোট দিতে পারবেন । অবশ্য তার জন্য বিকল্প এই নথিগুলি তাঁর কাছে থাকা আবশ্যিক ।

  • আধার কার্ড এবং প্যান কার্ড দেখিয়ে ভোট দেওয়া যাবে। ভোট দেওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স দেখিয়েও।
  • ভোট দেওয়া যাবে MNREGA প্রদত্ত জব কার্ড থাকলে । এমনকি শ্রম মন্ত্রকের দেওয়া হেলথ স্মার্টকার্ড দেখালে ভোট দেওয়া যাবে ।
  • পাসপোর্ট থাকলে আপনি ভোটদানে সক্ষম হবেন । NPR-এর অধীনে আরজিআই দ্বারা প্রদত্ত স্মার্ট কার্ডের সাহায্যে ভোট দেওয়া যাবে।

আরও পড়ুন: WB election 2021: বাবুল সুপ্রিয়র মনোনয়ন ঘিরে টালিগঞ্জে ধুন্ধুমার

  • ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবুকে যদি ভোটারের ফোটো থাকে তা হলে সেটি দেখিয়েও ভোট দেওয়া যাবে । ফোটো রয়েছে এমন পেনশনের কাগজ দেখিয়েও দেওয়া যাবে ভোট ।
  • NPR-এর অধীনে আরজিআই দ্বারা প্রদত্ত স্মার্ট কার্ডের সাহায্যে ভোট দেওয়া যাবে। কেন্দ্র, রাজ্য, পাবলিক সেক্টর, আন্ডারটেকিংস এবং পাবলিক লিমিটেড সংস্থাগুলির দেওয়া সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে পারবেন ।
  • পাশাপাশি, সাংসদ, বিধায়ক, পরিষদ সদস্যের দেওযা সরকারি পরিচয়পত্র দেখিয়েও ভোট দিতে পারবেন ভোটাররা ।

আরও পড়ুন: ‘যারা ভারতে জন্মেছে তাঁরাই ভারতীয়’, বহিরাগত ইস্যুতে এবার মোদীকে খোঁচা মহুয়ার

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest