Durga Puja 2020: এসি ট্রামে বসেই করতে পারবেন দুর্গা দর্শন! জেনে নিন কোথায় কিভাবে বুক করবেন টিকিট…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কোভিড পরিস্থিতিতে দূরত্ব মেনে, শারীরিক ছোঁয়া বাঁচিয়ে শহরের পুজো দেখাবে শহরের প্রাচীনতম ঐতিহ্য ট্রাম। এবার ট্রামে চড়ে পুজো পরিক্রমার সুযোগ করে দিল সিটিসি। ট্রামে করে পুজো পরিক্রমা নতুন প্যাকেজ নিয়ে এসেছে ক্যালকাটা ট্রাম কোম্পানি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বুকিং।

করোনা আবহে শারীরিক দূরত্ব বিধি মেনে ঠাকুর দেখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে এবার এই সুযোগকে কাজে লাগিয়ে করোনা আবহে বেড়ে গিয়ে পুজো দেখার নতুন উপায় বের করেছে সিটিসি। জানা যাচ্ছে পুজোর চার দিনের মধ্যে দুদিন পরিষেবা দেবে এই ট্রাম কোম্পানি। সপ্তমী এবং নবমী এই দুদিন পরিষেবা দেবে ট্রাম।

আরও পড়ুন: Durga Pujo 2020: আগে প্রাণ পরে উৎসব! দর্শকহীন পুজোর সিদ্ধান্ত সন্তোষ মিত্র স্কোয়্যারের

তবে বিশেষ কিছু রুটেই চলবে এই ট্রাম। সকাল ১১ টা থেকে শুরু হবে যাত্রা। এসপ্ল্যানেড এর ট্রাম ডিপো থেকে যাত্রা শুরু করে কাশি বোস লেন, হাতিবাগান সর্বজনি্ নলিন সরকার স্ট্রীট, একডালিয়া এভারগ্রিন ঘুরে শ্যামবাজার ট্রাম ডিপো পর্যন্ত যাবে এই ট্রাম। এরপর আবার এসপ্ল্যানেড এসে গড়িয়াহাট ট্রাম ডিপো পর্যন্ত নিয়ে যাওয়া হবে দর্শনার্থীদের।

তবে টিকিট কাটার বিষয়টি অনলাইন ও অফলাইন দুটো সুযোগই রেখেছে সিটিসি। পরিবহন নিগমের ওয়েবসাইটে গেলেই মিলবে টিকিট। এছাড়াও সুবিধার জন্য এসপ্ল্যানেডে খোলা হয়েছে টিকিট কাউন্টার। নিগমের তরফে দিয়ে দেওয়া হয়েছে নম্বর। ৮৬৯৭৭৩৩৭৪৫/৮৬৯৭৭৩৩৩৮৮–এই দুটি নম্বরে ফোন করে সিট বুক করা যাবে।মাথাপিছু টিকিটের দাম ধার্য করা হয়েছে ৫০০ টাকা।

ট্রামেই থাকবে ফ্রি ওয়াইফাই। তবে, করোনা কালে আগাম সতর্কতা হিসেবেই বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে নিগম। যেমন মাস্ক ছাড় কোনওভাবেই ট্রামে ওঠার অনুমতি দেওয়া হবে না। স্যানিটাইজ করতে হবে প্রতিটি ট্রাম। আগাম বুকিং ছাড়া কাউকে ট্রামে উঠতে দেওয়া হবে না।

এবার করোনাতঙ্ককে সঙ্গী করেই পুজোয় মাতছে তিলোত্তমা কলকাতা। তাই অন্যান্যবারের মতো রাত জেগে পায়ে হেঁটে পুজো দেখার আনন্দে খানিকটা ভাঁটা পড়তে চলেছে। তা বলে কি শহরবাসী প্যান্ডেল হপিং করবে না? তা কি আবার হয় নাকি। তাই পুজোর ভিড় এড়িয়ে প্রিয়জনের সঙ্গে শহরের রোমাঞ্চকর ইতিহাস শুনতে শুনতে এই ট্রামযাত্রা জেনওয়াইকেও যে নস্টালজিক করে দেবে, তা এখনই বাজি রেখে বলা যায়।

আরও পড়ুন: পুজোর থিম ‘কেদারনাথ’! ২৫ কিলো সোনায় সাজছে শ্রীভূমির দুর্গা, করা যাবে ভার্চুয়াল দর্শন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest