West Bengal coal scam: Abhishek Banerjee's wife Rujira Banerjee summoned by ED

Rujira Banerjee: ইডির তলবে ছেলে কোলে নিয়ে সিজিও কমপ্লেক্সে অভিষেকপত্নী রুজিরা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কয়লাপাচার-কাণ্ডে ইডির তলব পেয়ে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। বৃহস্পতিবারই সিজিও কমপ্লেক্সে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়। বুধবার তলবের নোটিস পাঠানো হয়। সূত্রের খবর, অভিষেক-পত্নীকে জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারীদের বিশেষ দল। সন্তানকে কোলে নিয়েই ইডি দফতরে গেলেন রুজিরা।

কড়া নিরাপত্তায় মোড়া সিজিও কমপ্লেক্স। কমপ্লেক্সের সামনে মোতায়েন বিধাননগর কমিশনারেটের বিশাল পুলিস বাহিনী। এমনকি, যাঁরা ভিতরে প্রবেশ করছেন তাঁদের প্রত্যেকের আইডি কার্ড দেখে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। পুলিস সূত্রের খবর, সিজিও কমপ্লেক্সে সে কারণেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: TET: টেটে ফের সিবিআই, ২৬৯ জনের বেতন বন্ধ করল হাইকোর্ট

উল্লেখ্য, এর আগে দিল্লিতে ইডি-র সদর দফতরে একাধিকবার ডাকা সত্ত্বেও হাজিরা দেননি রুজিরা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কলকাতায় গিয়ে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। সেই সূত্রেই আজ সিজিও কমপ্লেক্সে তলব অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। আর এদিন হাজিরা দিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়।

গত ১৪ জুন রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সাত ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে  ইডি। ওই দিন বেলা সাড়ে ১১টা নাগাদ অভিষেকের হরিশ মুখার্জী স্ট্রিটের বাড়িতে আসেন সিবিআই কর্তারা। সন্ধে সাড়ে ৬টা নাগাদ জিজ্ঞাসাপর্ব শেষ করে রুজিরার বাড়ি ছাড়েন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। শেষবারের জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মিলেছিল রুজিরার বয়ানে। তাই এদিন তাঁকে ফের তলব করা হয়েছে।

আরও পড়ুন: Suicide: থানায় ই-মেল করে আত্মহত্যা! পুলিশ পৌঁছে পেল লিভ ইনে থাকা যুগলের দেহ

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest