বাইক কিনতে চান? সহজ শর্তে ঋণ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

এর আগে রাজ্যের শিক্ষার্থীদের হাতে তিনি তুলে দিয়েছেন সাইকেল। আর এবার আসন্ন বিধানসভা ভোটের আগে নতুন চমক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta banerjee)। রাজ্যের কমপক্ষে ২ লক্ষ ছেলেমেয়েকে বাইক কেনার টাকা দেবে তাঁর তৃণমূল প্রশাসন বলে ঘোষণা করলেন তিনি। একই সঙ্গে তাঁত শিল্পীদের জন্য‌ও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

বুধবার নবান্ন সভাঘরে অনগ্রসর সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, কো–অপারেটিভ ব্যাঙ্ক থেকে মোটরবাইক কেনার জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। যাতে ব্যবসা করে বা চাকরি করে স্বনির্ভর হতে পারেন তাঁরা।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‌২ লক্ষ ছেলে–মেয়েকে ঝণ দেবো। সরকারি ব্যাঙ্ককে দিয়ে হবে না। কো–অপারেটিভ ব্যাঙ্ক থেকে মোটরবাইক কেনার জন্য ঋণ দেওয়া হবে তাঁদের। মোটরবাইকের পেছনে থাকবে বাক্স। তাতে শাড়ি নিয়ে বিক্রি করতে পারেন। ফল নিয়ে বিক্রি করতে পারেন। এমনকী যে চাকরির শর্ত মোটরবাইক তা করেও নিজের পায়ে দাঁড়াতে পারবেন তাঁরা। এমন ২ লক্ষ ছেলেমেয়েকে মোটরবাইক দেওয়ার পরিকল্পনা করেছে সরকার।’‌

আরও পড়ুন: Happy Birthday Virat Kohli: ৩২-এ বিরাট, একঝলকে ভারতীয় রানমেশিনের অনবদ্য রেকর্ড

এদিন নবান্নে তফশিলি, বাগদি, বাউরি, মতুয়া–সহ বেশ কয়েকটি সস্প্রদায়ের মানুষের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মতুয়াদের উন্নয়ন পর্ষদ তৈরির কথা ঘোষণা করেন। উন্নয়ন পর্ষদের জন্য বরাদ্দ করেন ১০ কোটি টাকা। তফশিলি উন্নয়ন পর্ষদের জন্য বরাদ্দ করেন ৫ কোটি টাকা।

এ ছাড়াও তফশিলি, বাগদি, বাউরি–সহ বিভিন্ন সম্প্রদায়ের উদ্বাস্তু ২৫ হাজার মানুষের হাতে জমির পাট্টা তুলে দেন মুখ্যমন্ত্রী। বেকারদের জন্য এই পরিকল্পনা মমতা বন্দ্যোপাধায়ের মাস্টারস্ট্রোক বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আরও পড়ুন: খাস কলকাতায় বাড়ির সামনে মদের আসর, বেধড়ক মারধরে মৃত্যু প্রতিবাদী বৃদ্ধের, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest