While rowing, two students suddenly died in Rabindra Sarovar

রোয়িং করার সময় আচমকাই কালবৈশাখী, রবীন্দ্রসরোবরে প্রাণ গেল দুই পড়ুয়ার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রবীন্দ্র সরোবরে মর্মান্তিক দুর্ঘটনা। রোয়িং করার সময় কালবৈশাখীর কবলে পড়ে মৃত্যু দুই কিশোরের। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটে। খবর পেয়ে সরোবরে পৌঁছন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং নগরপাল বিনীত গোয়েল।

জানা গিয়েছে, শনিবার ঝোড়ো হাওয়ার তান্ডবে উলটে যায় রোয়িং বোট। সেই নৌকায় চার- পাঁচজন রোয়ার ছিলেন। তিন জন সাঁতরে পাড়ে আসতে পারলেও দু’জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় দু’জনের দেহ উদ্ধার করে। দুজনেই স্কুলের পড়ুয়া। দুজনেরই বয়স ১৪ বছর।

আরও পড়ুন: Price Hike: চড়চড়িয়ে বাড়ছে মুরগির মাংস ও আলুর দাম, জামাই ষষ্ঠীতে কী হবে?

এদিকে সূত্রের খবর ওই বোটে সাউথ পয়েন্টের চার ছাত্র ছিল। সূত্রের খবর প্রথমে তাদের মধ্যে একজনের নিথর দেহ মিলেছে। পরে অপর একজনের দেহ মিলেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে. গত ১৫ মে থেকে বিআরসি স্টুডেন্টস রোয়িং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও অংশ নিয়েছে। রবিবার সেই প্রতিযোগিতা ফাইনাল হওয়ার কথা রয়েছে। তার আগে শনিবার প্র্যাকটিশ করছিল পড়ুয়ারা। তার মধ্যেই বিপত্তি।

১৪ বছরের পুষ্পেন সাধুখাঁ নামে এক কিশোরকে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অন্য কিশোর সৌরদীপ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে খবর, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে রবীন্দ্র সরোবর প্রায় ২০ ফুট গভীর।

আরও পড়ুন: নিউমার্কেটে কাপড়ের দোকানে বিধ্বংসী আগুন, ব্যাপক ক্ষতির আশঙ্কা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest