Woman trapped in open manhole, rescued after two-and-a-half-hour effort in Shapurji area of ​​Newtown

খোলা ম্যানহোলে আটকে পা, নিউটাউনের শাপুরজি এলাকায় আড়াই ঘণ্টার চেষ্টায় উদ্ধার মহিলা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকনা খোলা ম্যানহোলের ভিতরে পা ঢুকে গিয়ে প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা আটকে থাকলেন এক বৃদ্ধা (Woman Stuck in open manhole)৷ শেষ পর্যন্ত দমকল, এনডিআরএফ এবং পুলিশের উদ্ধারকারী দল গিয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করে৷

মঙ্গলবার দুপুুরে এমনই ঘটনার সাক্ষী থাকল নিউ টাউনের (New Town) শাপুরজি এলাকা৷ ম্যানহোলে আটকে গিয়ে ওই বৃদ্ধার পায়ে গুরুতর চোট লাগে৷ তাঁকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করেছে পুলিশ৷ যদিও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল৷

পুলিশ সূত্রে খবর, ওই মহিলার বয়স ৪০ এর আশপাশে। ঘটনাস্থল নিউটাউনের সাপুরজি। স্থানীয় এক মহিলা বাজারে গিয়েছিলেন। জল থইথই রাস্তা ধরেই ফিরছিলেন তিনি। রাস্তার একটি পিটের উপরে থাকা ঢাকনাটি বেশ নড়বড়ে ছিল। রাস্তায় জল থাকায় অসাবধানতাবশত সেই পিটের উপর পা দিয়ে ফেলেন তিনি। সঙ্গে সঙ্গে পা-সহ শরীরের বেশকিছুটা অংশ পিটের ভিতরে ঢুকে যায়। যার জেরে জমা জলের মধ্যে আটকে পড়েন তিনি। বৃষ্টির জল-কাদায় আটকে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু কোনও লাভ হয়নি।

এর পর খবর যায় নিউটাউন এলাকার দেখভালের দায়িত্বে থাকা এনকেডিএ-র কাছে। তাদের কর্মীরাও মহিলাকে উদ্ধার করতে পারেননি। এরপর এনডিআরএফ এবং দমকল কর্মীদের ডাকা হয়। শেষে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় মহিলাকে উদ্ধার করেন দমকল কর্মীরা। মহিলাকে উদ্ধার করে বিধানগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। তাঁদের কথায়, পিটের ঢাকনা এভাবে ভাঙা থাকলে যে কোনও সময় বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest