কেন্দ্র নিরাপত্তা তুলল মুকুলের, দিল রাজ্য, ছিল ‘জেড’, হল ‘ওয়াই’ নিরাপত্তা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

তুলে নেওয়া হল মুকুল রায়ের কেন্দ্রীয় নিরাপত্তা। বিজেপিতে যোগ দেওয়ার পর মুকুলকে ‘জেড’ ক্যাটেগরি নিরাপত্তা দেওয়া হয়েছিল। তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিল সিআরপিএফ। বৃহস্পতিবার সকালেই তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানরা ফিরে যান।

বিজেপিতে প্রায় চার বছর ছিলেন মুকুল রায় (Mukul Roy)। সদ্য দলবদল করে তিনি যোগ দিয়েছেন তৃণমূলে (TMC)। তাই মুকুলের জন্য নির্দিষ্ট থাকা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা তুলে নিতে বলে নিজেই চিঠি দিয়েছিলেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন মিলতে সেই নিরাপত্তা তুলে নেওয়ার তোড়জোড় শুরু হল। আজ, বৃহস্পতিবারই সেই নিরাপত্তা তুলে নেওয়া হবে।

প্রায় ৪ বছর বিজেপিতে থাকার পর কয়েক দিন আগে তৃণমূলে ফিরেছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। ঘাসফুল শিবিরে ফিরেই কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নিতে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি দিয়েছিলেন মুকুল। স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন মেলার পর বৃহস্পতিবার সেই নিরাপত্তা তুলে নেওয়া হল। তৃণমূলে যোগ দেওয়ার পরই মুকুলের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেয় রাজ্য পুলিশ। মুকুলকে ‘ওয়াই’ ক্যাটেগরি নিরাপত্তা দেওয়া হচ্ছে রাজ্যের তরফে।

আরও পড়ুন : প্রবল বর্ষণে ভাসছে বাংলা! আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা

এমনকি যে দিন তিনি তৃণমূলে যোগ দিতে দলীয় কার্যালয়ে যান, সে দিনও তাঁর সঙ্গে ছিল সেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা। এরপর তৃণমূলে যোগ দিয়ে তিনি নিজেই নিরাপত্তা তুলে নেওয়ার আর্জি জানান। সিআরপিএফের ডিজিকে চিঠি দিয়েছিলেন তিনি। অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রকের সুবজ সঙ্কেত মিলতেই তুলে নেওয়া হচ্ছে মুকুলের নিরাপত্তা। মুকুলের ছেলে শুভ্রাংশু রায়ও কেন্দ্রীয় নিরাপত্তা পেতেন। জানা গিয়েছে, ইতিমধ্যে সেই নিরাপত্তা সরিয়ে দেওয়া হয়েছে। শনিবার তা সরিয়ে দেওয়া হয়েছে।

তৃণমূলে ফিরতেই মুকুল রায় ও শুভ্রাংশু রায়ের জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছে রাজ্য। মুকুলকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে রাজ্যের তরফে। শুভ্রাংশুকে দেওয়া হয়েছে ওয়াই প্লাস নিরাপত্তা। মুকুল তৃণমূলে যোগ দেওয়ার পর ওই দিন রাতেই মুকুলের কাঁচরাপাড়ার বাড়িতে পৌঁছে যায় রাজ্যের নিরাপত্তা রক্ষীরা। গত কয়েক দিন ধরে একযোগে রাজ্য ও কেন্দ্রের নিরাপত্তার ঘেরাটোপে ছিলেন তিনি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest