হিংসার ‘বাহানা’-য় স্পিকার নির্বাচন বয়কট করা যায় না : ফিরহাদ

ফিরহাদ বলেন, স্পিকার নির্বাচনে বিজেপির না আসার সিদ্ধান্ত একটি অসৌজন্যের নিদর্শন।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শনিবার রাজ্য বিধানসভায় স্পিকার নির্বাচন। সেই নির্বাচনে অংশ নেবে না বিজেপি। এমনটাই সিদ্ধান্ত হয়েছে বিজেপির বৈঠকে। এনিয়ে বিজেপিকে নিশানা করলেন ফিরহাদ হাকিম।শুক্রবার বিজেপির ওই ঘোষণার পর এনিয়ে ফিরহাদ বলেন, স্পিকার নির্বাচনে বিজেপির না আসার সিদ্ধান্ত একটি অসৌজন্যের নিদর্শন। চিরকাল সবাই মিলে থেকে স্পিকার নির্বাচন করা হয়। কারণ স্পিকার হলেন বিধানসভার কাস্টোডিয়ান। তাই এরকম এক নির্বাচনে কেউ যদি সামান্য সৌজন্যটুকুও বজায় না রাখে তাহলে বুঝতে হবে ওরা গণতন্ত্র মানে না।

আরও পড়ুন : শপথে অনুপস্থিতি নিশীথ-জগন্নাথ! সাংসদ পদ ছাড়বেন নাকি বিধায়ক পদ?

উল্লেখ্য, বিজেপির অভিযোগ রাজ্যে নির্বাচন পরবর্তিতে যে হিংসার বাতাবরণ তৈরি হয়েছে তা যতদিন না ঠিক হয় ততদিন তারা অধিবেশনে আসবে না। এনিয়ে আজ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, রাজ্যে সন্ত্রাসের পরিবেশে অনেক বিধায়ক শপথ নিতে আসতে পারেননি। তাদের বলেছি, এলাকায় মানুষের পাশে থাকুন। সন্ত্রাস বন্ধ না হলে কেউই বিধানসভার অধিবেশনে আসবেন না।

রাজ্যে হিংসার বাতাবরণের অভিযোগ নিয়ে ফিরহাদ বলেন, এসবই বাহানা। এর থেকে অনেক বেশি অশান্তি বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে। এখানে যা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কঠোর হাতে তা প্রতিরোধ করেছেন। এই বাহানায় সংসদীয় গণতন্ত্রের পথা নষ্ট করা যায় না।

আরও পড়ুন : ভোট প্রচারে ‘খুন-খারাপির হুমকি’! মিঠুন ও দিলীপের বিরুদ্ধে দায়ের হল FIR

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest