PNB-তে ৫৩৫আসন শূন্য, আবেদন করুন এখনই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ৫৩৫ শূন্য পদে অনলাইনে আবেদনের সময়সীমা আজ শেষ হতে চলেছে। যে সমস্ত আগ্রহী চাকরিপ্রার্থী এখনও আবেদন করেনেনি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে শেষ মুহূর্তের চাপ এড়াতে যত দ্রুত সম্ভব আবেদন প্রক্রিয়া শেষ করলে লাভবান হবেন।

রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকিং প্রতিষ্ঠানটির তরফে মোট ৫৩৫টি শূন্যপদে স্পেশ্যালিস্ট অফিসার (ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। গত ৮ সেপ্টেম্বর থেকে pnbindia.in ওয়েবসাইটের মাধ্যমে শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া। আজ, ৬ অক্টোবর, আবেদন করার শেষ দিন। আগ্রহী প্রার্থীরা আবেদনের ক্ষেত্রে শর্ত, বয়সের ঊর্ধ্বসীমা, যোগ্যতা, অভিজ্ঞতা, প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া এবং অন্য সমস্ত তথ্য জেনে নিতে পারেন।

আরও পড়ুন : একটা ছোট্ট ভুলে হতে পারেন অনলাইন ফ্রডের শিকার, মনে রাখুন এই বিষয়গুলি

আসন সংক্রান্ত বিশদ তথ্য
মোট শূন্য আসন: ৫৩৫টি
ম্যানেজার (রিস্ক): ১৬০টি
ম্যানেজার (ক্রেডিট): ২০০টি
ম্যানেজার (ট্রেজারি): ৩০টি
ম্যানেজার (আর্কিটেক্ট): ২৫টি
ম্যানেজার (সিভিল): ২টি
ম্যানেজার (ইকোনমিক): ১০টি
ম্যানেজার (মানব সম্পদ): ১০টি
সিনিয়র ম্যানেজার (রিস্ক): ৪০টি
সিনিয়র ম্যানেজার (ক্রেডিট): ৫০টি

  • রেজিস্ট্রেশনের শেষদিন: ৬ অক্টোবর, ২০২০
  • পরীক্ষার সম্ভাব্য তারিখ: অক্টোবর/নভেম্বর, ২০২০

ম্যানেজার: ২৫ থেকে ৩৫ বছর এবং সিনিয়র ম্যানেজার: ২৫ থেকে ৩৭ বছর। উল্লেখ্য, সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।এই সম্পর্কে PNB তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিশদে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন : দোকান থেকেই ছুটে আসে গুলি! খুনি দাঁড়িয়ে ছিল মণীশের গা ঘেঁষেই,স্পষ্ট CCTV ফুটেজে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest