ওয়েব ডেস্ক: করোনা মোকাবিলায় লকডাউন চলছে দেশজুড়ে। তবে এই লকদাউনের অনেক আগে থেকেই বন্ধ হয়ে গিয়েছে সিনেমার শ্যুটিং। বন্ধ করা হয়েছে সিনেমা হলও। সংক্রমণ রুখতে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখতেই সতর্কতার খাতিরে এইসব ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই একদফা লকডাউনের মেয়াদ বেড়েছে। এবার তাই নিজের ছবি ‘লক্ষ্মী বম্ব’ ওয়েবের মাধ্যমে অর্থাৎ ডিজিটালেই রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছেন অক্ষয় কুমার এবং পরিচালক রাঘব লরেন্স।
ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল জুন মাসে। কিন্তু পরিস্থিতি এখন যা, তাতে জুনে মুক্তি কোনও সম্ভাবনা নেই। ৩ মে পর্যন্ত এমনিতেই চলবে লকডাউন। তারপর যদিও বা সিনেমা হল খোলে, সামাজিক দূরত্ব মেনে টিকিট বিক্রি হবে। এইসব বিবেচনা করেই সরাসরি ওয়ের রিলিজের কথা ভাবছেন ‘লক্ষ্মী বম্ব’ ছবির প্রযোজকরা। সূত্রের খবর, এই পরিস্থিতিতে অক্ষয় কুমার চাইছেন না ছবির সঙ্গে যুক্ত কেউই ক্ষতির সম্মুখীন হোন। তাই ছবিটি ডিজিটালি রিলিজ করার কথা ভাবছেন তিনি। এতে দেশের প্রত্যন্ত গ্রামে পৌঁছে যেতে পারবে ছবি। পাশাপাশি যে আয় হবে তা থেকে খরচ পুষিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: অক্ষয় তৃতীয়ায় চাঙ্গা সোনার বাজার! পরের বছর ৮০ হাজারে পৌঁছবে দাম, বলছেন বিশেষজ্ঞরা
২০১১ সালের তামিল ছবি ‘মুনি ২: কাঞ্চনা’ ছবির রিমেক ‘লক্ষ্মী বম্ব’। ছবিটি একটি হরর কমেডি। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। তাঁর চরিত্রের নাম রাঘব। ভূতে ভয় পায় সে। পার্সোনালিটি ট্রান্সমিশনের সমস্যাও রয়েছে তার। এরই মধ্যে লক্ষ্মী নামে এক ট্রান্সজেন্টারের আত্মা ঢুকে যায় তার শরীরে। এই নিয়েই গল্প।
গত বছর নবরাত্রির সময় প্রকাশ্যে এসেছিল তাঁর লুক। সেখানে বৃহন্নলা বেশে দেখা গিয়েছিল অভিনেতাকে। গাঢ় লাল শাড়ি। সঙ্গে কালো ব্লাউজ। কপালে সিঁদুরের বড় টিপ। পেতে আঁচড়ানো চুল। আর চোখে এক অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি। যাতে মিশে রয়েছে অসম্ভব ক্রোধ। নতুন অবতারে অক্ষয়কে দেখে চমকে গিয়েছিল সিনেমাপ্রেমী দর্শকমহল। দক্ষিণী ছবি ‘কাঞ্চনা’-র রিমেক এই সিনেমায় রয়েছেন কিয়ারা আডবাণীও।
মিড ডে-র একটি রিপোর্ট এবং বিটাউনের বিভিন্ন সূত্রানুসারে শোনা যাচ্ছে এমনটাই। সূত্রের খবর ডিজনি এবং হটস্টারে ‘লক্ষ্মী বম্ব’ রিলিজ করতে চলেছে।
আরও পড়ুন: জয়পুরে প্রয়াত মা, ভিডিও কলে দেখে শেষকৃত্য কান্নায় ভেঙে পড়লেন ইরফান