গরমে প্রশান্তির ছোঁয়া পেতে চান? ঝটপট বানিয়ে ফেলুন লেমন স্ট্রবেরি জুস

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: গরমে প্রশান্তি জোগাতে এক গ্লাস ঠান্ডা জুসের যেন কোনো তুলনা হয়না! একঘেয়েমি লেবু বা তেঁতুলের শরবতের পাশাপাশি স্বাদে একটু ভিন্নতা আনতে লেমন স্ট্রবেরি জুস তৈরি করে পান করুন। মুহূর্তেই চাঙা হয়ে উঠবেন। এছাড়াও লেবুতে আছে প্রচুর ভিটামিন সি যা সিজনাল বিভিন্ন রোগ প্রতিরোধ করে থাকে। স্ট্রবেরিও স্বাস্থ্যকর একটি ফল।

আরও পড়ুন: রমজান ২০২০: রইল স্পেশাল প্রণ বল রেসিপি

তবে লেমন স্ট্রবেরি জুস বানানোর রেসিপি-টি এবার দেখে নিন-

Homemade Strawberry Lemon Lime Lemonade 4


উপকরণ: ঠাণ্ডা জল ১ গ্লাস, লেবু- ১টি, বিট নুন- ‍দুই চিমটি, চিনি ৩ থেকে ৪ চা চামচ, স্ট্রবেরি- ২টি, পাতলা স্লাইস করা, বরফ কুচি পরিমাণমতো।

প্রণালী: ব্লেন্ডারে এক গ্লাস জল নিন ও তাতে সম্পূর্ণ একটি লেবুর রস এবং অর্ধেক স্ট্রবেরি স্লাইস, চিনি, বিট নুন দিয়ে ব্লেন্ড করে নিন। এবার একটি গ্লাস-এ এই জুস-টি ঢেলে তাতে বাকি অর্ধেক স্ট্রবেরি স্লাইস নিয়ে চামচ দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকুন। দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এইতো, তৈরি হয়ে গেলো লেমন স্ট্রবেরি জুস। একটি লাল স্ট্রবেরি স্লাইস ও লেবুর স্লাইস জুস-এর গ্লাস-এ সাজিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।

আরও পড়ুন: চড়ছে পারদ, প্রাণ জুড়াতে হাজির তরমুজ-পুদিনা-লেবুর সরবত

Gmail 3

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest