ওয়েব ডেস্ক: আধুনিক ভারতের সেলুলয়েডে নতুন ধারার প্রেমের দূত ছিলেন ঋষি কপূর। যেন এক্কেবারে ‘টেলর মেড’। করোনা মহামারির এই আবর্তে ইরফান খানের পর ক্যানসার কেড়ে নিল তাঁকেও। বাঙালির অতি প্রিয় ঋষি কপূর। বয়স হয়েছিল ৬৭।
ঋষি কাপুরের সঙ্গে নিতু সিংয়ের সম্পর্কের কথা বি টাউনে কোনওদিনই লুকোচুরির বিষয় ছিল না। শোনা যায়, ইয়াসমিন নামে এক বান্ধবীর প্রেমে হাবুডুবু খেতে খেতেই ঋষির সঙ্গে পরিচায় হয় ডিম্পল কপাডিয়ার। ডিম্পল কপাডিয়ার সঙ্গে গাঢ় সম্পর্ক ছিল ঋষি কাপুরের। বেশ কয়েক বছর ঋষির সঙ্গে ডিম্পলের সঙ্গে সম্পর্কের কথা ছড়িয়ে যায় বি টাউনে। য়া একেবােরই না-পসন্দ ছিল ঋষি কাপুরের বাবা রাজ কাপুরের। ফলে বাবার কথার অবাধ্য কখনও হননি ঋষি। সেই কারণেই ডিম্পলের সঙ্গে সম্পর্কের ইতি ঋষি টানেন বলে শোনা যায়।
ডিম্পলের সঙ্গে বিচ্ছেদের পরই নিতু সিংয়ের সঙ্গে ঋষি কাপুর ডেট শুরু করেন বলে পাওয়া যায় খবর। এই নিতু সিংকেই শেষে বিয়ে করেন ঋষি কাপুর।তবে নিতু সিংয়ের সঙ্গে ডেট শুরুর পরও নাকি ডিম্পলের সঙ্গে সম্পর্ক ছিল ঋষি কাপুরের।
জেহরিলা ইনসানের সেটে নিতু সিংকে প্রথেম দেখেন ঋষি কাপুর। এরপরই নিতুর ভালবাসায় হাবুডুবু খেতে শুরু করেন তিনি। নিতুর মায়ের বেশ কিছুটা অমতেই তাঁকে বিয়ে করেন ঋষি কাপুর। ১৯৮০ সালে ২২ জানুয়ারি ঋষি কাপুরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন নিতু সিং।
আরও পড়ুন: বাজার করতে বেরিয়ে বউ নিয়ে ফিরলেন যুবক! পুলিশের দ্বারস্থ অগ্নিশর্মা মা
বিয়ের পরও যেমন দুজন জমিয়ে সংসার করতে শুরু করেন, তেমনি ঋষির কেরিয়ারের গ্রাফ উপরের দিকে উঠতে শুরু করে। ৯-র দশকের প্রথেম দিকে ঋষি কাপুর অত্যধিক মদ্যপান শুু করেন বলে প্রকাশ পায়। শুধু তাই নয়, ওই সময় নিতুর সঙ্গেও নাকি ঋষির অশান্তি শুরু হয়। যার জেরে ঋষি কাপুরের বিরুদ্ধে নিতু পুলিসের দ্বারস্থ হন বলে খবর। শুধু তাই নয়, ওই সময় নিতু কাপুর ঋষির বিরুদ্ধে গার্হস্থ হিংসারও অভিযোগ দায়ের করেন বলে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশ পায়।
পাশাপাশি ঋষির বেহাল জীবনযাপনের জন্য ওই সময় তাঁকে ছেড়ে নিতু চলে যান। শোনা যায়, স্যালোঁ শুরু করে জীবনধারণ করবেন। কিন্তু ঋষি এবং সন্তানদের ছেড়ে বেশিদিন থাকতে পারেননি নিতু কাপুর। স্যালোঁর ব্যবসার সিদ্ধান্ত থেকে সরে এসে, ফের স্বামী, সন্তান নিয়ে সংসার শুরু করেন।
বিয়ের পর জুহি চাওলার সঙ্গেও ঋষি কাপুর সম্পর্কে জড়ান বলে বি টাউনে জোর গুঞ্জন ছড়ায় ।দিব্যা ভারতীর সঙ্গেও এক সময় ঋষি কাপুর সম্পর্কে জড়িয়ে পড়েন বলে শোনা যায়
আরও পড়ুন: লকডাউনের জেরে মিলছে না কনট্রাসেপটিভ, গর্ভবতী হতে পারেন ৭০ লাখ মহিলা!