রান্নাঘরের রোজকার ঝামেলা কমাতে চান? কিনে ফেলুন ৫০০ টাকার মধ্যে ১০টি অত্যাধুনিক সামগ্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: বাড়ির কাজের সুবিধের জন্য এই সমস্ত সামগ্রী আপনার বাড়িতে রাখতে পারেন। রোজকার কাজ অনেক কম খাটুনিতেই দেখবেন সারা হয়ে গিয়েছে। এগুলি পাবেন কোথা থেকে? পাওয়া যাচ্ছে অ্যামাজন অনলাইন শপিং অ্যাপেই। অর্থাৎ বিনা পরিশ্রমে, বাড়ি থেকে না বেরিয়ে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারবেন।

দেখে নেওয়া যাক রান্নাঘরের ১০টি আকর্ষণীয় ও প্রয়োজনীয় সামগ্রী তাও মাত্র ৫০০ টাকার মধ্যেই

১। টুইস্টার এয়ারটাইট জার, ১২টি –

মাপ – ১৫০০ মিলিলিটারের ৪টে, ৭৫০ মিলিলিটারের ৪টে, ২৫০ মিলিলিটারের ৪টে জার।

রং – ২ রকমের – গোটাটাই নীল এবং স্বচ্ছ কৌটো ও কালো ঢাকনা।

২। এয়ার টাইট ফুড স্টরেজ কনটেনার , ৬টি –

৪০০ এমএল মাপের ৬টি জার। চার দিক থেকে লক করার ব্যবস্থা আছে। ফ্রিজে রাখার জন্য খুব সুন্দর একটি মাপ, এটিতে করে খাবার বাইরেও নিয়ে যাওয়া যাবে। তেল ঝোল গড়ানোর ভয় নেই।

মাপ – ১২০X ১২০ X ৭০ মিলিমিটার।

রং – স্বচ্ছ।

৩। মাইক্রো যোগা রাইস কুকার, স্পুন ও মেজারিং কাপ –

২.৭৫ লিটারের কনটেনার। যে কোনো ধরনের চাল ৪ কাপ রান্না করা যাবে। চার জনের রান্নার জন্য একদম ঠিকঠাক। ব্যবহার করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা খুবই সহজ। সঙ্গে একটি চামচ ও একটি পরিমাপের কাপ দেওয়া আছে। মাইক্রোওভেনে খুব সহজেই ব্যবহার করা যাবে।

রঙ – লাল

৪। কিচেন সিঙ্ক ডিশ ড্রাইং ড্রেনার র‍্যাক হোল্ডার বাসকেট –

রান্নাঘরের বেসিনের পাশে রেখে বাসন জলমুক্ত করার জন্য খুব সুন্দর একটি ব্যবস্থা। মোট ৩টি হোল্ডার এক সঙ্গে পাওয়া যাবে। চামচ, সাইডহুক-সহ স্পুন সিলিন্ডার অর্থাৎ হাতা-খুন্তি, ডিশ, বাটি ইত্যাদি রাখার জায়গা, ড্রেনার। ৩টি-ই প্ল্যাস্টিকের।

মাপ – লম্বায় ৪৪ চেমি, চওড়ায় ৩০.৫ সেমি, উচ্চতায় ১৪.৮ সেমি

রং – সবুজ, নীল, খয়রি, সাদা, গোলাপি

৫। ভেজটেবিল চপার –

৫০০ এমএল-এর ভেজটেবিল চপার। এতে রয়েছে ধারালো ৩টি ব্লেড, একটি লিড আছে এটি ধরে টেনে সবজি কাটতে হয়। সুরক্ষার জন্য চারটি লক ব্যবহারের সময় আটকে নিতে হয়। যে কোনো ধরনের ফল সবজি এতে অনায়াসেই কাটা হয়ে যায়। রান্নাঘরে খুব কম জায়গার মধ্যে এটি রাখা হয়ে যাবে।

মাপ – ১৩.৫ x ১৩.৫ x ৯ সেমি

রং – নীল

৬। স্টেনলেস স্টিল গার্লিক ক্রাশার

আদা পেঁয়াজ রসুন থেঁতো করা বা বাটার জন্য একদম সহজ একটি উপকরণ। গোল শক্ত হাতলযুক্ত স্টেনলেস স্টিলের একটি ক্রাশার। পরিষ্কার করাও সুবিধাজনক। ছোট্টো সুন্দর মাপের এই ক্রাশারটি খুব হালকা ফলে বহনযোগ্য ও রান্নাঘরে রাখতেও খুব কম জায়গা লাগে।

মাপ- ৩.৯৪ ইঞ্চি লম্বা ও ২.৭৫ ইঞ্চি চওড়া। ওজন ১০৬ গ্রাম।

রং – কালো হ্যান্ডেল

৭। ওয়াশিং হোল্ডার অর্গানাইজার, ১টি –


রান্না রের সিঙ্কের কোণে মাজা-ঘষার স্ক্রাবার সাবান ইত্যাদি রাখার জন্য আদর্শ একটি হোল্ডার/ট্রে। জল ঝরে যাওয়ার ভালো ব্যবস্থা। প্ল্যাস্টিকের হোল্ডারটি খুবই সুবিধাজনক।

রং – সবুজ

৮। প্ল্যাস্টিক কর্নার র‍্যাক-

ছোট্টো প্ল্যাস্টিকের দরজা দেওয়া ২ থাকের র‍্যাক।

মাপ – ২৭ x ১৮ x ৩৫ সেমি

রং – গাঢ় ও হালকা আইভরি, নীল, ধুসর

৯। স্পেস সেভার ফ্রিজ স্টরেজ অর্গানাইজার, ৪টে –

ফ্রিজের ভেতরে জিনিস গুছিয়ে রাখার জন্য অতিরিক্ত বাস্কেটের দরকার থাকলে ব্যবহার করা যায় এটি। ট্রেগুলি ঢোকানো, বের করার সুবিধের জন্য রয়েছে হ্যান্ডেল। জ্যামজেলির শিশি, ফল ইত্যাদি সব কিছুই রাখা যেতে পারে। শুধু ফ্রিজের ভেতর না যে কোনো জায়গায় জিনিসপত্র গুছিয়ে রাখতে এগুলি ব্যবহার করা যাবে।

রং – স্বচ্ছ, হ্যান্ডেল মাল্টিকালার

মাপ – ২৯ x ১২.৫ x ৮.৫

১০। গ্রেন ভেজটেবিল ওয়াশিং বোল, ১টি –


চাল ডাল সবজি শাক চাউ পাস্তা ইত্যাদি ধোয়ার সুবিধার জন্য ছিদ্রওয়ালা পাত্র। প্ল্যাস্টিকের পাত্রটি ব্যবহারের সুবিধাযুক্ত। জল ফেলার কোনো সমস্যাই হয় না। শাকসবজি চাল ডালও ধুতে গিয়ে জলের সঙ্গে পড়ে যাওয়ার ভয় থাকে না। ম্যাট ফিনিশ।

মাপ – ২২ x ১৮ X ১২ সেমি

রং – নীল, লাল, গোপালি, যে রং স্টকে থাকবে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest