ভারতে সবচেয়ে ভাল ওয়াইন তৈরি হয় এবং এর ব্যবসা পৃথিবীজুড়ে সবচেয়ে বেশি। পাশ্চাত্য সংস্কৃতিতে মদ্যপান গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা পালন করে। আবার কিছু মুসলিম দেশে মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ।
ওয়াইন মদের তালিকায় একমাত্র মদ, যা সম্পূর্ণভাবে ভেষজ ভাবে তৈরি। ওয়াইন মূলত আঙুর দিয়ে তৈরি। যদিও কিছু ক্ষেত্রে তা আপেল বা জাম দিয়েও তৈরি হয়।জেনে নেওয়া যাক সেই পাঁচ জায়গার নাম, যেখানে সবচেয়ে ভাল মদ তৈরি হয়।
১) ফোর সিজনড ওয়াইনইয়ার্ড:
পুনের ঠিক পাশেই বরমতিতে ভারতের এক বড় ওয়াইনইয়ার্ড বা ওয়াইন তৈরির কারখানা। পাশেই সহ্যাদ্রি ভ্যালিতে আঙুর চাষ করে সবচেয়ে উৎকৃষ্ট মানের ওয়াইন তৈরি করে এরা।
২) সোমা ওয়াইনইয়ার্ড:
বিশ্বের সবচেয়ে বেশি সুগন্ধি ওয়াইনই পাওয়া যায় বলে খ্যাত এই কারখানা। মাকালি পাহাড় আর গুন্ডামাগরী হ্রদের পাশে অবস্থিত এই কারখানা।
আরও পড়ুন: শরীরের বাসনা মেটাতে অব্যর্থ সেক্স টয়, কিনতে পারবেন গোপনেই, রইল ৫ ঠিকানা
৩) গ্রোভার জ়াম্পা ওয়াইনইয়ার্ড:
গ্রোভার জ়াম্পা ওয়াইনইয়ার্ডের দুটো শাখা রয়েছে। একটা ব্যাঙ্গালুরু এবং অন্যটি নাশিকে। নাশিকের কারখানাটি ভারতের সবচেয়ে পুরোনো ওয়াইন কারখানা।
৪) ফ্রাটেল্লি ওয়াইনইয়ার্ড:
ফ্রাটেল্লি ওয়াইনইয়ার্ডে বিশ্বের সবচেয়ে ভাল রেড ওয়াইন পাওয়া যায়। এর কারখানা সোলাপুর, গারওয়ার এবং মতেওয়াদিতে অবস্থিত।
৫) সুলা ওয়াইনইয়ার্ড:
নাশিকে ৩০০০একর জুড়ে ভারতের সবচেয়ে বড় ওয়াইনইয়ার্ড অবস্থিত। আপনি ওয়াইনইয়ার্ডে থাকতে চাইলে, এইখানে থাকতে পারবেন। থাকার জন্য ওয়াইনইয়ার্ড রিসর্টেরও বন্দোবস্ত রয়েছে এখানে। আপনি থাকবেন.. রসিয়ে বিভিন্ন মদ টেস্ট করতে পারবেন এখানে।
আরও পড়ুন: সকালে নাকি রাতে…কোন সময়ে যৌন সম্পর্ক সুস্বাস্থ্যের কথা বলে?