Site icon The News Nest

BB cream vs CC cream: জেনে নিন আপনার ত্বকের জন্য কোনটা ঠিক?

bb cream vs cc cream

বর্তমানে তুঙ্গে বিবি ক্রিম ও সিসি ক্রিমের জনপ্রিয়তা।   ত্বকের যত্ন নিতে কিংবা মেকআপে এই একটা ক্রিমই যথেষ্ট।

বিবি আর সিসি ক্রিম কি এক?

এই দুটো ক্রিমে বেশ কয়েকটা পার্থক্য আছে। তবে আপনি সিসি কিনবেন না বিবি ক্রিম কিংবা দু’টোই তা নির্ভর করছে আপনার ত্বকের ধরণ ও আপনি কিরকম লুক পছন্দ করেন তার ওপর। তাই বিবি বা সিসি ক্রিম কেনার আগে এই দু’টো ক্রিম কোথায় একে অপরের থেকে আলাদা এবং আপনার ত্বক অনুযায়ী কোনটা ভাল কাজ করবে সেটা জেনে নিন।

বিবি ক্রিম

বিবি ক্রিম একধরনের মেকআপ সামগ্রী। এই বিবি হল বিউটি বাম বা ব্লেমিশ বাম। এটা মুখে মাখলে একটা শিয়ার কভারেজ দেয় যার ফলে ত্বকের দাগছোপ ঢাকা পড়ে যায়। মেকআপ করার ঝক্কি পোয়াতে হয় না। তবে যে কোনও বিবি ক্রিমের সব থেকে বড় সুবিধে হল এটা ড্রাই স্কিনের জন্য ভীষণ উপকারী। ত্বকের আর্দ্রতা বজায় রাখে। তবে বিবি ক্রিমে ব্র্যান্ড হিসেবে এসপিএফ আলাদা আলাদা থাকে। তাই কেনার সময় দেখে নেবেন যাতে এসপিএফ অন্তত ৩০-র ওপরে থাকে।

এসপিএফ ফ্যাক্টরের মতো বিবি ক্রিমের উপকরণেও বিস্তর ফারাক থাকে। তবে বিবি ক্রিম মানেই এই উপকরণগুলি থাকবে

স্কিন প্রোটেক্ট্যান্ট: ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট

ময়শ্চারাইজার: যেমন হায়ালিউরোনিক অ্যাসিড, গ্লিসারিন, প্যান্থেনল ও সিরামাইডস

মিনারেল এসপিএফ: যেমন জিঙ্ক অক্সাইড, টাইটেনিয়াম অক্সাইড

ব্রাইটনার: যেমন নিয়াসিনামাইড, লিকোরিস রুট

স্কিন ফার্ম এজেন্ট: যেমন পেপটাইডস, হাইড্রোলাইজড কোলাজেন ইত্যাদি।

আরও পড়ুন:  Eye Makeup Tips: এই ক্রিসমাসে আই মেকআপ করুন একটু অন্যভাবে

সিসি ক্রিম

সিসি ক্রিম অনেকটা বিবি ক্রিমের মতো কিন্ত এটা বেশি কাভারেজ দেয়। সিসি মানে কালার কন্ট্রোল কিংবা কালেকশন কারেক্টার।

এটা  ত্বকের লালচে ভাব, জৌলুসহীনতা, চোখের তলায় কালি, হাইপারপিগমেনটেশনের কারনে মুখ বাদামী ছোপ এবং ব্রণ সেরে ওঠার পরে ক্ষতস্থান ঢাকতে এই সিসি ক্রিমের ব্যবহার করা হয়। বিবি ক্রিমের মতো সিসি ক্রিমেও কম বেশি একই উপকরণ থাকে যেমন-

স্কিন প্রোটেক্ট্যান্ট: ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট

মিনারেল এসপিএফ: যেমন জিঙ্ক অক্সাইড, টাইটেনিয়াম অক্সাইড

ব্রাইটনার: যেমন নিয়াসিনামাইড, লিকোরিস রুট

স্কিন ফার্ম এজেন্ট: যেমন পেপটাইডস, হাইড্রোলাইজড কোলাজেন ইত্যাদি।

সুদিং এজেন্ট: যেমন গ্রিন টি, সয় ও শিয়া বাটার

সিসি ক্রিমের অ্যান্টি-এজিং কার্যকারিতা রয়েছে। বেশিরভাগ সিসি ক্রিমই সানস্ক্রিন যুক্ত এবং  এতে এমন কিছু উপকরণ থাকে যা বয়সের ছাপ যেমন চামড়ার কুচকানো ভাব বা অন্যন্য সমস্য ঢেকে দেয়।

বিবি ক্রিমের তুলনায় এই সিসি ক্রিম হালকা হয় এবং মুখে একটা ম্যাট ফিনিশ এনে দেয়।

ত্বকের ধরণ বুঝে বাছুন বিবি বা সিসি ক্রিম

ত্বক তৈলাক্ত কিংবা ব্রণ প্রবণ হলে সিসি ক্রিম বাছুন কারণ এগুলো বিবি ক্রিমের তুলনায় হালকা হয়। পাশাপাশি ত্বকে বেশি দাগছোপ থাকলে সিসি ক্রিম বেশি কার্যকরী। সিসি ক্রিমে মিনারেল এসপিএফ থাকে ও এর অ্যান্টি এজিং কার্যকারিতা রয়েছে।

ত্বক শুষ্ক হলে বিবি ক্রিম ভাল কাজ করে। এগুলি ময়শ্চারাইজার যুক্ত হওয়ায় ত্বকের আর্দ্রতা ধরে রাখে।

আরও পড়ুন: TIPS FOR BEAUTIFUL BUTTOCKS : মসৃন নিতম্ব পেতে চান? মেনে চলুন এই বিউটি টিপস গুলি

Exit mobile version