Best Winter Makeup Looks For The Holiday Season

Eye Makeup Tips: এই ক্রিসমাসে আই মেকআপ করুন একটু অন্যভাবে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শীতকাল মানেই একগাদা পার্টি, ক্রিসমাস, আর বিয়েবাড়ি। সুতরাং সাজগোজের প্রসঙ্গ তো আসবেই। আমাদের মুখের মধ্যে সবচেয়ে উজ্জ্বল অংশ হল আমাদের চোখ। চোখ কথা বলে তাই না? আর চোখের মুখে ভাষা ফোটাতে হলে তাকে সুন্দর করে সাজাতে হবে। অনেক সময় ভুলভাল আইমেকআপের জন্য আমাদের পুরো সাজটাই নষ্ট হয়ে যায়। সেটা যাতে না হয় রইল কিছু দরকারি Eye Makeup Tips.

দিনের মেকআপ

সকালে ম্যাট কালারের আইশ্যাডো ব্যবহার করবেন। এতে বেশি ঔজ্জ্বল্য নেই তাই চোখে লাগবে না। সরু করে আইলাইনার লাগাবেন এবং আইব্রো ব্রাশ দিয়ে আঁচড়ে ভুরুর শেপ ঠিক করে নেবেন। অনেকেই চোখের মেকআপ করেন না। কারণ তাদের অস্বস্তি হয়। যদি বেশি মেকআপে আপনার সমস্যা থাকে তাহলে ট্রান্সপারেন্ট মাস্কারা লাগিয়ে চোখের ওয়াটার লাইনে ব্রাউন পেন্সিল বা কাজল লাগিয়ে নিতে পারেন। মেকআপ করেছেন মনে হবে না কিন্তু চোখের ক্লান্তি ঢেকে যাবে।

 

View this post on Instagram

 

A post shared by makeup lozeixtr (@makeup.lozeixtr)

রাতের মেকআপ

যে কোনও ড্রেসের সঙ্গে দিব্যি মানায় ফ্রসটেড আইশ্যাডো। বিশেষ করে আলো আঁধারের রহস্য মাখা শীতের রাতের সঙ্গে বেশ মানায় এটি। রাতের আই মেকআপে উইং আই চলতে পারে। তার সঙ্গে কালো বা ধূসর কোনও রঙ স্মাজ করে নিতে পারেন। যদি ঝকমকে অর্থাৎ সোনালি বা রূপালি কোনও পোশাক পরেন তাহলে সেই রঙের গ্লিটার সরু করে চোখে লাগিয়ে নিতে পারেন। উইং অযথা বেশি লম্বা করবেন না। আইব্রো বোনের নিচে সিমার লাগিয়ে নেবেন।

আরও পড়ুন: Hair Care: খসখসে রুক্ষ চুল? শীতের আগেই সমাধান করুন ৫ ঘরোয়া হেয়ার প্যাক দিয়ে

ভুরুর শেপ যেন ঠিক হয়

চোখের মেকআপে ভুরুর একটা ভূমিকা আছে। আপনি খুব সুন্দর করে আই মেকআপ করলেন কিন্তু আই ব্রো প্লাক করলেন না। বা ভুলভাল শেপে আইব্রো জোড়া রাখলেন যা আপনার মুখের সঙ্গে মানানসই নয়। তাই কোনও অনুষ্ঠান থাকলে সুন্দর করে মুখের শেপ অনুযায়ী আইব্রো প্লাক করে নেবেন।

 

View this post on Instagram

 

A post shared by Fleeky Friday Cosmetics (@shopfleeky)

সাহসী হন, তবে হাস্যকর না

যদি খুব সাহসী হতে চান তাহলে চোখে কোণে বা আইব্রোর নিচে ছোট ছোট স্টোন লাগাতে পারেন। রঙিন আইল্যাশও লাগাতে পারেন জামার রঙের সঙ্গে মিলিয়ে। তবে এমন কিছু করবেন না যা হাস্যকর বা উগ্র দেখায়।

আরও পড়ুন: Sensitive Skin Care Tips: সেনসিটিভ ত্বক? শীতে সমস্যা শুরুর আগেই যত্ন নিন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest