Site icon The News Nest

Hair Care Tips: পুজোর আগে, চুলের যত্ন নিতে ট্রাই করুন Keratin Treatment

keratin

পুজোর আগে সকলেই নিজেকে নতুন করে সাজাতে চায়। পুজোয় নতুন সাজগোজের সঙ্গে নতুন একটা হেয়ার কাটও চাই। মেক ওভারের জন্যে হেয়ার কাট একটা বড় অংশ।  হেয়ার স্টাইলের উপর নির্ভর করে ব্যক্তিত্বও। শাড়ি কিংবা ড্রেসে যে সুন্দর ভাবে সাজবেন তা কিন্তু পুরোপুরি মাটি হয়ে যায় যদি না হেয়ার স্টাইল ঠিক থাকে।

কেরাটিন হেয়ার ট্রিটমেন্ট কেন করবেন?

কেরাটিন ট্রিটমেন্ট করালে চুলের কী উপকার হবে?

প্রতিদিনের ধূলো-বালি-দূষণের পাশাপাশি অল্প সময়ে সুন্দর লুক পেতে আপনারা যেসব কৃত্রিম পদ্ধতির সাহায্য নেন, আর তার ফলে আপনার চুলের যা যা ক্ষতি হয় সেই সব ক্ষতি নিরাময় করে দেয় কেরাটিন ট্রিটমেন্ট। যেমন-

কতদিন অন্তর করাবেন কেরাটিন ট্রিটমেন্ট?

চুলের টেক্সচার ঠিক রাখতে চার থেকে পাঁচ মাস অন্তর এই কেরাটিন হেয়ার ট্রিটমেন্ট করানো উচিত। তবে এমনিতে কিন্তু ছয় মাস পর্যন্ত কেরাটিন ট্রিটমেন্টের এফেক্ট কার্যকর থাকে।

কেরাটিন ট্রিটমেন্টের সাইড এফেক্ট!

Exit mobile version