আজ অষ্টমী। বিশেষ মানুষটির সঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছো তুমিও। হয়তো তাহলে এই বিশেষ দিনে কিন্তু জমিয়ে সাজগোজও করতে হবে। অষ্টমীর দিন অধিকাংশ মহিলাই শাড়ি পরতে পছন্দ করে , নাহলে ট্র্যাডিশনাল এথনিক পোশাকই পরে। কিন্তু এই এথনিক পোশাকের সঙ্গে যদি মানানসই মেকআপ না করো, তাহলে কিন্তু সাজটাই অসম্পূর্ণ থেকে যাবে। তাই তো তো তোমাদের কথা ভেবে অষ্টমীর স্পেশাল মেকআপ গাইড নিয়ে হাজির হওয়া । সহজ উপায়ে ধাপে ধাপে অষ্টমীর মেকআপ শিখতে পারো তুমিও।
আরও পড়ুন: Skincare: নিখুঁত ত্বকের জন্য ঘরেই তৈরি করে নিন নিম সাবান
টিপস ওয়ান
মেকআপের আগে নিজের স্কিন প্রস্তুত করে নিতে হবে। তাই প্রথমে মুখে টোনার এবং ময়শ্চারাইজার লাগিয়ে নাও । এরপর লাগাতে হবে প্রাইমার। মেকআপ দীর্ঘস্থায়ী করার জন্যে এবং আরও সুন্দর টেক্সচারের জন্যে মেকআপের এই ধাপটি গুরুত্বপূর্ণ। হাতে পরিমাণ মতো প্রাইমার নিয়ে মুখে ভালো করে লাগিয়ে নিয়ে ব্লেন্ড করে নাও। এরপরেই মেকআপ শুরু করো ।
টিপস টু
তুমি পুজোর মেকআপের জন্যে ফুল কভারেজ ফাউন্ডেশন ব্যবহার করতে পার। কিন্তু যদি হালকা সাজ পছন্দ কর, তাহলে ভরসা রাখতে পার বিবি বা সিসি ক্রিমের উপর। ফাউন্ডেশন বা বিবি ক্রিম দুটিই ত্বকে বেস তৈরি করার জন্যে উপযুক্ত। মুখে অল্প পরিমাণে ফাউন্ডেশন বা বিবি ক্রিম লাগাও। তারপর ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড কর।
টিপস থ্রি
চোখের নিচে ও মুখের অন্যান্য অংশে দাগছোপ থাকলে সেখানে কনসিলার লাগাও ।
এরপরে আপনার চিক বোনে, নাকের উপর, কপালে ও থুতনিতে পরিমাণ মতো হাইলাইটার লাগাও।
গালে পছন্দের ব্লাশ লাগাতে ভুলবে না যেন!
ঠোঁটে লাগিয়ে নাও সুন্দর লিপস্টিক। লিপগ্লসও ব্যবহার করতে পারো।
টিপস ফোর
অষ্টমীর সাজে আই মেকআপ কিন্তু বেশ গুরুত্ব পাবে, তাই মন দিয়ে এই কাজটি করো । প্রথমে চোখের উপর আইলাইনার লাগিয়ে নাও । কাজল দিয়ে চোখ সাজিয়ে তোলো। এরপর আইশ্যাডো লাগাও । এখন ন্যুড শেডই বেশি ট্রেন্ডিং, তাই তুমি এই ধরনের শেড ব্যবহার করতে পারো । চাইলে অল্প পরিমাণে গ্লিটারও লাগাতে পারো । শেষে চোখের নিচে সেটিং পাউডার লাগিয়ে নাও।এরপরে ৫ মিনিট অপেক্ষা করে মেকআপ সেটিং স্প্রে লাগাও এবং কপালে একটি টিপ পরো। তাহলেই তোমার অষ্টমীর সাজ সম্পূর্ণ! তোমাকে এতটাই সুন্দর দেখাবে যে, বিশেষ মানুষটি চোখ ফেরাতেই পারবে না।
আরও পড়ুন: Haircare: চুলের বিশেষ চাহিদা অনুযায়ী বানিয়ে নিন আপনার নিজস্ব স্পেশাল তেল