Site icon The News Nest

Hair Care: আর অল্প বয়সে পাকবে না চুল- বাড়বে উজ্জ্বলতা ও সৌন্দর্য

white hair scaled

সামশুল আলম

সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাড়তে থাকে বয়স, আর তেমনই পাল্লা দিয়ে পাকতে থাকে চুল। এই বিষয়টি খুবই স্বাভাবিক, তাই নয় কি!
তবে বর্তমানে তরুণ বয়সে যদি এ সমস্যা দেখা যায়, তখনই এই বিষয়টি স্বাভাবিক থেকে অস্বাভাবিকতার রূপ ধারণ করতে থাকে। এর জন্য কে বেশি দায়ী! দুশ্চিন্তা না সঠিক পুষ্টির অভাব!
এই সমস্যা থেকে রেহাই পাওয়া ও রুখে দাঁড়ানোর সঠিক পন্থা হল-

১- জীবন যাত্রায় চিন্তা থাকতেই পারে, তবে দুশ্চিন্তা থেকে দু’হাত দুরে থাকতে হবে।
২- পরিপূর্ণ নিদ্রা একান্ত ভাবেই কাম্য। প্রত্যহ ৭‐৮ ঘন্টা ঘুমোতে হবে।
৩- পর্যাপ্ত জল পান করা আবশ্যক।
৪- কেমিক্যাল দ্রব্য ব্যবহার বর্জন করতে হবে।
৫- আমলকীতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন-সি, অ্যান্টি-অক্সিডেন্ট থাকে । নিয়মিত এই ফল সেবন করতে পারেন। চুল পাকা রোধে রেজাল্ট ভালো পাবেন।
৬- কিছু ভিটামিন সাপ্লিমেন্টারি রূপে আহার করা যেতে পারে।
৭- চুলে ঘন ঘন সাবান- শ্যাম্পু – কন্ডিশনার ব্যবহার করবেন না।

আরও পড়ুন: Hibiscus: ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে আনবে জবা ফুলের ফেসিয়াল

৮- চুল বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না। এতে রুক্ষতা বাড়বে এবং উজ্জ্বলতা কমবে।
৯- কাজুবাদাম শরীরের ক্যাটালেজ বাড়াতে সাহায্য করে। ফলে চুল পাকার সম্ভাবনা কমে।
১০- অনেক সময় শরীরে আয়রন ও কপারের ঘাটতির জন্য চুল পাকতে শুরু করে।
১১- হাইড্রোজেন পার-অক্সাইডের কারণে চুলের রং বদলে যেতে পারে।
১২- তিলের বীজ ও বাদাম তেলের মিশ্রণ নিয়মিত চুলে ব্যবহার করতে পারেন।
১৩- পাকা চুলের হাত থেকে প্রতিকার পাওয়ার জন্য প্রত্যহ এক গ্লাস গাজরের রস খাওয়া ভালো।
১৪- চুলে পেঁয়াজ বাটার রস, নারকেল তেল ও লেবুর রস নিয়মিত ব্যবহার করলে পাকা চুলের হাত থেকে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে চুলের উজ্জ্বলতা।

আরও পড়ুন: Hair Oil: তেল ব্যবহার করার সময় এই ৬ ভুল করলেই হারাতে পারেন সাধের চুল!

Exit mobile version