Hair Oiling Benefits, Choosing Oil, and How to Do It

Hair Oiling: সপ্তাহে ক’দিন তেল মাখলে বন্ধ হবে চুল পড়া?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

চুলের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখার জন্যে এবং অন্যান্য উপকার পেতে নিয়মিত স্ক্যাল্পে তেল মালিশ করার পরামর্শ দেন মা-ঠাকুমারা। সত্য়ি বলতে, বিশেষজ্ঞরাও কিন্তু এই একই পরামর্শ দিয়ে থাকেন। তবে প্রতিদিনই কি তেল মালিশ করতে হবে? ঠিক কতদিন অন্তর তেল মালিশ করলে উপকার পাওয়া যাবে, তা জেনে নিন…

ভুল পদ্ধতিতে তেল মালিশের কারণে চুল পড়তে পারে। অতিরিক্ত পরিমাণে তেল লাগালে স্ক্যাল্প তৈলাক্ত হয়ে উঠতে পারে। এমনকী চুলের গোড়াও দুর্বল হয়ে যায়। স্ক্যাল্পে খুশকির সমস্যা থাকলে তেল মালিশে তা ভয়াবহ আকার নিতে পারে। হালকা গরম তেল মালিশ করাই চুলের জন্য ভালো। স্ক্যাল্পে নিয়মিত সামান্য গরম তেল মালিশ করলে উপকার পাবেন। কারণ এই তেল আপনার স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করবে। যা আপনার চুলের জন্য উপকারী। এতে আপনার চুলের গোড়া আরও মজবুত হবে। চুলের বৃদ্ধিও হবে দেখার মতো।

আরও পড়ুন: Hair Highlight: পার্লারে যাওয়ার দরকার নেই, পুজোর আগে বাড়িতেই চুল হাইলাইট করুন

পুরুষ ও মহিলাদের অয়েলিং রুটিন প্রায় একই হবে। খুব বেশি পার্থক্য নেই রুটিনে। তবে মহিলাদের থেকে পুরুষদের তেল মাখার প্রয়োজন বেশি হতে পারে। কারণ, মহিলাদের স্ক্যাল্পের প্রকৃতিক একরকম। পুরুষদের স্ক্যাল্পের প্রকৃতি আলাদা। তাঁদের তেল মাখার প্রয়োজন বেশি।

নারকেল তেল চুলের জন্য সব থেকে উপকারী। সহজেই পাওয়া যায় নারকেল তেল। স্ক্যাল্প তাড়াতাড়ি শুষেও নেয় এই তেল।এছাড়াও আপনি আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন। চুলের জন্য আমন্ড অয়েলও উপকারী ভূমিকা পালন করে।

কবে কবে তেল মাখতে হবে?

  • আপনি যদি রবিবার চুলে তেল মালিশ করেন, এরপর আবার বৃহস্পতিবার তেল লাগান চুলে।
  • তেল মাখার পর ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।
  • অতিরিক্ত পরিমাণে তেল মাখবেন না।
  • চুলের কোনও সমস্যা থাকলে বা চিকিৎসা চললে চিকিৎসকের পরামর্শ ছাড়া তেল না মাখাই ভালো।

আরও পড়ুন: Rose Water: উপহারে পাওয়া ফুল ফেলে না দিয়ে তৈরি করে নিন গোলাপ জল, কী কী গুণ আছে জানুন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest