Home Remedies for Chapped Lips: Natural DIY Treatments

Lip Care: পুরোপুরি শীত আসার আগেই ঠোঁট ফাটছে? জানুন রোধ করার সহজ ঘরোয়া উপায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শীত আসার আগে অনেকেরই ঠোঁট ফাটা শুরু হয়েছে! এমনকি ত্বকও হয়ে পড়ছে শুষ্ক। যাদের ত্বক এমনিতেই শুষ্ক, এ সময় তাদের ঠোঁট বারবার শুকিয়ে যায় ও ফেটে যেতে পারে। ঠোঁটের চামড়া ওঠা শুরু হলেই সচেতন হতে হবে। এই শুষ্ক ঠোঁটের সমস্যা থেকে মুক্তি পাওয়ার বহু উপায় বাড়িতেই রয়েছে। জেনে নিন সেগুলো কী কী-

১) আমরা সকলেই জানি যে মধু খুবই ভালো অ্যান্টি ব্যাক্টেরিয়াজাত পদার্থ। এবং ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি ত্বককে কোমল করতে সাহায্য করে, ত্বকের শুষ্ক হয়ে যাওয়া থেকে রোধ করে। এই দুটো জিনিস যদি একসঙ্গে ঠোঁটে ব্যবহার করা হয়, তাহলে তা ঠোঁটের জন্য উপকারীও হবে আবার ঠোঁট ফাটার সমস্যা থেকেও রেহাই মিলবে।

২) শীতকালে ঠোঁটে শিয়া বাটার লাগাতে পারেন। এতে SPF-র বৈশিষ্ট্যও রয়েছে। এটি ঠোঁটে পুষ্টি যোগায়। এছাড়াও শীতে ঠোঁটের শুষ্কতা এবং ফাটা রোধ করতে নিয়মিত নারকেল তেল লাগাতে পারেন। ঠোঁটে, ভেতর থেকে পুষ্টি জোগাতে নাভিতে নারিকেল তেলও লাগাতে পারেন।

আরও পড়ুন: Lipstick: ম্যাট লিপস্টিকে ঠোঁট ফেটে যায়? মেনে চলুন সহজ কয়েকটি টিপস

৩) ঠোঁট ফাটার সমস্যা দূর করতে অলিভ বা জলপাইয়ের তেলও খুবই উপকারী। দিনে ২ বার করে ঠোঁটে জলপাইয়ের তেল ব্যবহার করলে ঠোঁট কোমল এবং নমনীয় থাকে।

৪) নারকেল তেলে প্রচুর পরিমানে ফ্যাটি অ্যাসিড থাকে। তাই ঠোঁটকে শুষ্কতার হাত থেকে বাঁচাতে প্রত্যেকদিন ঠোঁটে নারকেল তেল ব্যবহার করুন।

৫) ঠোঁট ফাটার সমস্যা দূর করতে অলিভ বা জলপাইয়ের তেলও খুবই উপকারী। দিনে ২ বার করে ঠোঁটে জলপাইয়ের তেল ব্যবহার করলে ঠোঁট কোমল এবং নমনীয় থাকে।

আরও পড়ুন: Hair Care: আর অল্প বয়সে পাকবে না চুল- বাড়বে উজ্জ্বলতা ও সৌন্দর্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest